শুধু ওষুধপত্র যাচাই নয়, মাদকও পরীক্ষা করা হত রাজ্যের ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবরেটরিতে। কিন্তু প্রশিক্ষিত কর্মী আর পরিকাঠামোর এতটাই অভাব যে, সেখানকার মাদকের নমুনা পরীক্ষা করার ইউনিটটি বন্ধ হয়ে গিয়েছে। কলকাতার কনভেন্ট রোডে ওই ল্যাবরেটরিতে ১ অগস্ট থেকে কোনও রকম মাদক বা তার নমুনা আর পরীক্ষা করা হচ্ছে না।
সব জেলার পুলিশ সুপার এবং ডেপুটি কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট-সহ সংশ্লিষ্ট সব সরকারি কর্তৃপক্ষকে এ কথা জানিয়ে দিয়েছেন ড্রাগ কন্ট্রোল অধিকর্তা। আর কোনও মাদকের নমুনা যাতে ওই ল্যাবরেটরিতে পাঠানো না-হয়, সংশ্লিষ্ট নির্দেশিকায় তা-ও জানিয়ে দিয়েছেন তিনি। এই মুহূর্তে ওই ল্যাবরেটরিতে মাদকের যে-সব
নমুনা পড়ে রয়েছে, সেগুলো ফেরত নিয়ে যাওয়ার কথাও চিঠিতে লিখেছেন অধিকর্তা।
কিন্তু এত দিন মাদক পরীক্ষা করার পরে তা বন্ধ করে দেওয়া হল কেন?