আয়লার স্মৃতি ফিরিয়ে আনল ঘূর্ণিঝড় বুলবুল। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে সৃষ্টি হয়ে এই অতি প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসে উত্তর-পূর্ব দিকে। শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা অবধি ঘণ্টায় ১১০-১২০ কিমি বেগে বুলবুল বয়ে যায় সুন্দরবনের ধানচি জঙ্গল সংলগ্ন অঞ্চল দিয়ে। স্থলভাগে আছড়ে পড়ার আগে কিছুটা শক্তিক্ষয় করলেও এর তাণ্ডবলীলা থেকে রেহাই পেল না রাজ্য। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ লন্ডভন্ড হয় বুলবুলের তাণ্ডবে।
আবহবিদদের ধারণা, ক্রমশ শক্তি হারিয়ে বুলবুল দক্ষিণ ২৪ পরগনার উপর দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশের খেপুপাড়ায় ঢুকবে। ফলে রবিবারও দুই পরগনা এবং পড়শি বাংলাদেশের উপকূলবর্তী অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কলকাতা ও শহরতলির আকাশে সূর্যের দেখা মিলেছে। ধীরে ধীরে পরিষ্কার হয়েছে মেঘলা আকাশ।
তবে শনিবার রাজ্য জুড়ে তাণ্ড চালালেও আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তি হারাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। রবিবার সকাল ৭টার বুলেটিনে মৌসম ভবন জানিয়েছে, শক্তি হারিয়ে বুলবুল কলকাতার থেকে ১২৫ কিলোমিটার দূরে রয়েছে।