একটি ভোটকেন্দ্রে ঢুকছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যেরা। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার কালীগঞ্জে। —নিজস্ব চিত্র।
কালীগঞ্জের উপনির্বাচনে ইতিমধ্যে প্রায় ৭০ শতাংশ ভোট পড়ে গিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৯.৮৫ শতাংশ।
আগামী সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলঘোষণা করবে নির্বাচন কমিশন।
বিকেল ৪টে পর্যন্ত ৬৫.০৭ শতাংশ ভোট পড়ল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে।
ভোটারদের সময় পারাপারের সময় ভৈরবী নদীতে দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে আটকে পড়েন ভোটাররা।
দুপুর ৩টে পর্যন্ত কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৬০. ৩২ শতাংশ।
কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটকেন্দ্র হয়েছে চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠে। সেখানকার ৫৬ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
কালীগঞ্জে দুপুর ১টা পর্যন্ত ৪৫.২৩ শতাংশ ভোট পড়েছে। জানাল নির্বাচন কমিশন।
সকাল ১১টা পর্যন্ত কালীগঞ্জে ৩০.৬৪ শতাংশ ভোট পড়েছে। জানাল নির্বাচন কমিশন।
বৃষ্টি একটু কমতেই কালীগঞ্জ বিধানসভার একাধিক বুথে ভোটারদের দীর্ঘ লাইন।
ভোটের লাইনে ভোটাররা। —নিজস্ব চিত্র।
ভোটাধিকার প্রয়োগ করলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তিনি বলেন, “আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”
সকাল ৯টা পর্যন্ত কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ১০.৮৩ শতাংশ ভোট পড়েছে। জানাল নির্বাচন কমিশন।
আরও বেশি সংখ্যক মানুষকে বুথে এসে ভোট দেওয়ার আহ্বান জানালেন তৃণমূল প্রার্থী আলিফা। তিনি বলেন, “উন্নয়নমুখী কালীগঞ্জ গড়ে তুলতে সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করুন।” বৃষ্টি কমলে ভোটদানের হার আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি। বিরোধী বিজেপিকে আলিফার কটাক্ষ, “ওরা এজেন্ট বসাতে পারছে না। তার জন্য আমরা কী করতে পারি?”
বড়চাঁদঘর উচ্চ বিদ্যালয়ের ৪৫ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ। ভোটদান করে তিনি বলেন, “আবহাওয়া খুবই ভাল। কালীগঞ্জ কৃষিপ্রধান অঞ্চল, তাই বৃষ্টি হওয়া ভাল খবর। নিরাপত্তাও ভাল আছে। ভোট শান্তিপূর্ণ হবে।”
কালীগঞ্জের একাধিক ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় পতাকা এবং ফ্ল্যাগ-ফেস্টুন খুলে নিল নির্বাচন কমিশনের আধিকারিকরা। অন্য দিকে, অধিকাংশ ভোটগ্রহণ কেন্দ্রেই ভোটারদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। একটি নির্দিষ্ট জায়গায় ফোন জমা রেখে ভিতরে ঢুকতে হচ্ছে। ফোন পাহারার দায়িত্বে রয়েছেন কমিশন নিযুক্ত স্বেচ্ছাসেবকেরা।
২১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থীর এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
পলাশীর মীরা বালিকা বিদ্যানিকেতনের ভোটকেন্দ্রে ভোট দিলেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী তথা প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ।
কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। —নিজস্ব চিত্র।
সকাল থেকেই কালীগঞ্জের বিভিন্ন বুথে মহিলাদের লম্বা লাইন দেখা গিয়েছে।
ভোট দেওয়ার পর মহিলা ভোটাররা। —নিজস্ব চিত্র।
ইভিএমে বিভ্রাটের কারণে কালীগঞ্জ বিধানসভার ১৬৭ নম্বর বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি। ঘটনাস্থলে গিয়েছেন কমিশনের আধিকারিকেরা।
৮০/১৭৩ নম্বর বুথে ভোট দিলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। উপনির্বাচনেও ছাপ্পা এবং ভোট লুটের আশঙ্কা করছেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী।
গত বিধানসভা ভোটে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ ঘোষকে ৪৬ হাজারেরও বেশি ভোটে হারিয়েছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy