Advertisement
২৬ এপ্রিল ২০২৪
general-election-2019-west-bengal

‘গণতান্ত্রিক তালাবন্ধে’র নিদান অভিষেকের

এর আগে বিজেপিকে হঠাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গণতান্ত্রিক ভাবে থাপ্পড় মারা’র কথা বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ১১ মে ২০১৯ ২৩:৪৭
Share: Save:

বিরোধীদের ‘গণতান্ত্রিক ভাবে তালাবন্ধ’ করে রাখার পরামর্শ দিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এর আগে বিজেপিকে হঠাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গণতান্ত্রিক ভাবে থাপ্পড় মারা’র কথা বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ মমতার সমালোচনা করায় বিতর্ক হয়েছে বিস্তর। মমতা অবশ্য বুঝিয়ে দিয়েছেন, ‘‘গণতান্ত্রিক থাপ্পড়ের অর্থ ভোটের মাধ্যমে জবাব দেওয়া। মানে না বুঝে জল ঘোলা করতে চাইছেন মোদী।’’

শনিবার অনেকটা সেই সুরেই বিরোধীদের ‘গণতান্ত্রিক ভাবে তালাবন্ধ’ করে রাখার ডাক দিয়ে বসিরহাটে অভিষেক বললেন, ‘‘যে আপনার এলাকা অশান্ত করতে আসবে, দাঙ্গা করে বাংলাকে দুর্বল করার চেষ্টা করবে, তাকে গণতান্ত্রিক ভাবে বাড়িতে ‘লক অ্যান্ড কি’ করে রাখার ক্ষমতা আমাদের আছে।’’ তৃণমূল নেত্রীর প্রসঙ্গ উত্থাপন করে অভিষেক বলেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অত উদার নই। কাকে কী ভাবে জবাব দিতে হয়, তা আমার জানা। যে, যে ভাষা বোঝে, তাকে সে ভাষায় জবাব দিতে হয়।’’ বিজেপি-কংগ্রেসের নাম করে ভোটারদের কাছে অভিষেকের পরামর্শ, ‘‘বিজেপি-কংগ্রেস একে অপরের দোসর। এদের যোগ্য জবাব দিন।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE