Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিষ্ণুপুরে প্রার্থী ছাড়া প্রচার কী ভাবে, ‘ধন্দ’ বিজেপিতে

বিষ্ণুপুর কেন্দ্রে ভোট রয়েছে ১২ মে। মনোনয়ন পর্ব চলবে ১৬-২৩ এপ্রিল পর্যন্ত। সৌমিত্র মনোনয়ন জমা দেবেন কী ভাবে?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজদীপ বন্দ্যোপাধ্যায় 
বিষ্ণুপুর শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:২৮
Share: Save:

কলকাতা হাইকোর্ট বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে ছ’সপ্তাহ জেলায় ঢুকতে নিষেধ করায়, তাঁর প্রচার নিয়ে ফাঁপরে পড়েছেন দলের কর্মীরা। জটিলতা কাটাতে বিজেপি বিষ্ণুপুরের প্রার্থী পাল্টায় কি না, তা নিয়ে জল্পনাও শুরু হয়েছে কর্মীদের মধ্যে। সৌমিত্র অবশ্য বৃহস্পতিবার দাবি করেছেন, কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। ভোটেও লড়বেন। বাঁকুড়ায় ঢুকতে না পারলেও, বিষ্ণুপুর লোকসভার অধীনে থাকা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভায় ইতিমধ্যে তিনি প্রচারও করেছেন।

বিষ্ণুপুর কেন্দ্রে ভোট রয়েছে ১২ মে। মনোনয়ন পর্ব চলবে ১৬-২৩ এপ্রিল পর্যন্ত। সৌমিত্র মনোনয়ন জমা দেবেন কী ভাবে? জেলা প্রশাসনের এক কর্তা জানাচ্ছেন, প্রার্থী সশরীরে হাজির না হয়ে আবেদনপত্র পূরণ করে সমস্ত তথ্য পাঠালেও মনোনয়ন জমা দেওয়া যায়। কিন্তু মনোনয়ন জমা দিলেই শুধু হবে না, প্রচারের প্রশ্নও রয়েছে। বিজেপি কর্মীদের হিসেব বলছে, হাইকোর্টের নির্দেশ মেনে সৌমিত্রর বাঁকুড়ায় ঢুকতে হলে মে মাসের ৮-৯ তারিখ হয়ে যাবে। তখন প্রচার করার সময় প্রায় শেষ।

বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র ‘ফেসবুক’-এ বিতর্কিত মন্তব্য করার পরে, জানুয়ারিতে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে যোগ দেন। সে মাসেই সৌমিত্রের বিরুদ্ধে বাঁকুড়া জেলায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে প্রতারণা করা থেকে শুরু করে বালি চুরি, অস্ত্র আইন-সহ একাধিক মামলা দায়ের হয়। হাইকোর্টের নির্দেশে সৌমিত্র গ্রেফতারি এড়ালেও সেই থেকে তাঁর জেলায় ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে।

বিজেপি তাঁকে প্রার্থী করার পরে সৌমিত্র জেলায় ঢুকতে চেয়ে হাইকোর্টে আর্জি জানান। কিন্তু বুধবার তাঁকে জেলায় ঢুকতে আরও ছ’সপ্তাহ বারণ করে হাইকোর্ট। সৌমিত্রর দাবি, ‘‘ভোটে লড়া আটকাতেই আমার বিরুদ্ধে তৃণমূল মিথ্যা অভিযোগের পাহাড় তৈরি করেছে। তবে ভোটে আমি লড়বই। জেলায় ঢুকতে না পারলে, আমার রেকর্ড করা বক্তব্য পাঠিয়ে অথবা ফোনে ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করব।’’ অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূল সভাপতি অরূপ খাঁয়ের দাবি, ‘‘সৌমিত্রর চেহারা লোকে চিনে ফেলেছে। বিজেপি যাকে পারছে, টিকিট দিচ্ছে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

নাম প্রকাশে অনিচ্ছুক বিষ্ণুপুরের বিজেপি কর্মীদের একাংশও বলছেন, ‘‘তৃণমূল থেকে বিজেপিতে আসায় সৌমিত্রবাবুকে নিয়ে দলের সমর্থকদের মধ্যেই অনেক প্রশ্ন রয়েছে। এই অবস্থায় প্রার্থীকে ছাড়া প্রচারে যাব কী করে?’’ তাঁরা দাবি করছেন, এই সূত্রেই দলের অন্দরে ঘোরাফেরা করছে প্রার্থী বদল করা নিয়ে জল্পনা। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ বলেছেন, ‘‘সৌমিত্র যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, মানুষ তা জানেন। তাই তাঁর হয়ে প্রচারে অসুবিধা হবে না।’’ তবে তাঁর সংযোজন: ‘‘সুপ্রিম কোর্ট কী রায় দেয়, দেখতে হবে। দলের রাজ্য নেতৃত্ব এই পরিস্থিতিতে কোনও নির্দেশ দেন কি না, সেটাও দেখার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE