কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে হোর্ডিং ব্যবসায়ীদের ভয় দেখানোর অভিযোগ তুলল বিজেপি। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বৃহস্পতিবার অভিযোগ করেন, ‘‘কলকাতার মেয়র হোর্ডিং ব্যবসায়ীদের বৈঠকে ডেকে বলেছেন, বিজেপিকে হোর্ডিং দিলে তাঁদের কালো তালিকাভুক্ত করা হবে। তাঁদের পরিবারও সুরক্ষিত থাকবে কি না, সন্দেহ। ফলে ওই ব্যবসায়ীরা লোকসভা ভোটের প্রচারের জন্য আমাদের হোর্ডিং দিচ্ছেন না।’’ জয়প্রকাশবাবুর অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, ‘‘পাগলে কী না বলে! জয়প্রকাশ মজুমদার কে আমি জানি না। হোর্ডিং লাগাতে গেলে কর্পোরশনের কাছ থেকে লাইসেন্স নিতে হয় এবং তাকে কর দিতে হয়। এই দুটো মেনে ব্যবসা করলে কর্পোরেশনের কিছু বলার থাকে না।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
বিজেপি সূত্রের খবর, বুধবার রাজ্যে নির্বাচনী প্রচারসভা করতে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাস্তায় দলের বিশেষ হোর্ডিং, পোস্টার দেখতে পাননি। তা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করায় রাজ্য নেতৃত্ব তাঁকে জানান, কলকাতার মেয়রের ভয়ে হোর্ডিং ব্যবসায়ীরা তাঁদের হোর্ডিং দিচ্ছেন না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে যাঁরা দলের ‘আউটডোর’ প্রচার দেখার দায়িত্বে আছেন, জট কাটাতে তাঁদের ডেকে আনা হয় কলকাতায়। ফিরহাদ অবশ্য এ দিন বলেন, ‘‘বিজেপির আসলে পায়ের তলায় মাটি নেই। তাই নিজেদের দিল্লির নেতা অমিত শাহকে বলার জন্য আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে!’’