Advertisement
১৯ মে ২০২৪

পুলিশ পর্যবেক্ষক নিয়ে সরব মমতা

এ দিন বিজেপির এক প্রার্থীকে নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, ‘‘মালদহ দক্ষিণে বিজেপি প্রার্থীর স্বামী স্বরাষ্ট্র মন্ত্রকের অবসরপ্রাপ্ত আমলা।”

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০৩:৩৬
Share: Save:

বিএসএফ-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল কে কে শর্মাকে পশ্চিমবঙ্গের বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা নিয়ে আপত্তি জানাল তৃণমূল এবং সিপিএম। শর্মার বিরুদ্ধে অভিযোগ, কয়েক মাস আগে কর্মরত অবস্থায় উর্দি পরে সঙ্ঘ পরিবার-ঘনিষ্ঠ একটি সংগঠনের অনুষ্ঠান-মঞ্চে উপস্থিত ছিলেন।

বুধবার কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশের সময় সেই অনুষ্ঠানের ছবি তুলে ধরে মমতা বলেন, ‘‘বিএসএফ-এর প্রাক্তন ডিজি-কে কেন বাংলা ও ঝাড়খণ্ডের বিশেষ পর্যবেক্ষক করা হয়েছে? উর্দি পরে উনি আরএসএস-এর অনুষ্ঠানে গিয়েছিলেন, ছবিতেই দেখা গিয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়ার প্রার্থী। আরএসএস-ঘনিষ্ঠ এমন এক জনকে নিয়োগ করে কি নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করেছে?’’

শর্মার নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে কমিশনে চিঠি পাঠিয়েছেন সিপিএম পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু। তাতে বলা হয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে ‘সীমা চেতনা মঞ্চ’ নামে একটি সংগঠন কলকাতায় দু’দিন ব্যাপী অনুষ্ঠান করেছিল। এই সংগঠনটি আরএসএস-এর প্রভাবিত ‘সীমা জাগরণ মঞ্চ’-এর সহযোগী হিসেবেই পরিচিত, যারা সীমান্ত এলাকায় ‘দেশপ্রেম’ প্রচারের কাজ করে। শর্মা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফলে তাঁর নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রশ্ন উঠবেই। শর্মাকে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিন বিজেপির এক প্রার্থীকে নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, ‘‘মালদহ দক্ষিণে বিজেপি প্রার্থীর স্বামী স্বরাষ্ট্র মন্ত্রকের অবসরপ্রাপ্ত আমলা। স্বরাষ্ট্র মন্ত্রকে বসে এ সব করা হচ্ছে। তা হলে আর গণতন্ত্রের মানে কী? তৃণমূলকে হেনস্থা করতেই প্রাক্তন ডিজি, আমলাদের এ রাজ্যে আনা হচ্ছে। মনে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক হয় বিভ্রান্ত করছে কমিশনকে। নয়তো ইচ্ছাকৃত ভাবে এ সব করা হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে কড়া চিঠি দিচ্ছি আমরা।’’

শর্মার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আরএসএস কোনও নিষিদ্ধ বা রাজনৈতিক সংগঠন নয়। সুতরাং তাদের অনুষ্ঠানে তিনি গিয়ে থাকলে কী অসুবিধা রয়েছে? অভিযোগ যে কেউ করতে পারেন। নির্বাচন কমিশন বিচার করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

K K Sharma Election Commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE