গ্রাফিক: শৌভিক দেবনাথ
মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, বালুরঘাট, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই কেন্দ্রগুলিতে ভোট তৃতীয় দফায়। এই দফায় ভোটগ্রহণ ২৩ এপ্রিল, মোট পাঁচটি আসনে।
২৯ এপ্রিল চতুর্থ দফায় মূলত নদিয়া-মুর্শিদাবাদ দুই বর্ধমান এবং বীরভূম মিলিয়ে টোটাল ৮টি আসনে ভোট নেওয়া হবে। এগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বীরভূম, বোলপুর এবং বর্ধমান-দুর্গাপুর এবং আসানসোল কেন্দ্রে।
পঞ্চম দফায় ভোট ৬ মে। এই দফায় বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, আরামবাগ এবং হুগলি— এই সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ, জানিয়েছে কমিশন।
১২ মে ষষ্ঠ দফায় ৮টি আসনে ভোটগ্রহণ। তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর— এই কেন্দ্রগুলিতে।
সপ্তম তথা শেষ দফার নির্বাচন ১৯ মে। এই দফায় নির্বাচন হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং ডায়মন্ডহারবার— এই ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ।
আরও পডু়ন: লোকসভা নির্বাচনে ১১ এপ্রিল থেকে সাত দফায় ভোটগ্রহণ, ফল ঘোষণা ২৩ মে
আরও পড়ুন: সরকারি বিজ্ঞাপন বন্ধ, প্রথম পাতা ফাঁকা রেখেই কাগজ ছাপল কাশ্মীরে
এছাড়া উলুবেড়িয়া পূর্ব এবং কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনও লোকসভা নির্বাচনের সঙ্গেই হবে। অর্থাৎ ২৯ এপ্রিল চতুর্থ দফায় কৃষ্ণগঞ্জে কৃষ্ণনগর লোকসভা আসনের সঙ্গে এবং এবং ৬ মে পঞ্চম দফায় উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সঙ্গে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের সঙ্গে ভোট নেওয়া হবে।
(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবরআমাদের রাজ্য বিভাগে।)