Advertisement
E-Paper

পার্থের সভা ভরাতে ভরসা ছাত্র-যুবই

ঝাড়গ্রাম জেলায় দলীয় প্রার্থী বিরবাহা সরেনের সমর্থনে তৃণমূলের প্রথম নির্বাচনী জনসভাটি হচ্ছে আজ, বৃহস্পতিবার। গোপীবল্লভপুরের স্থানীয় যাত্রা ময়দানে ওই জনসভার আয়োজনে রয়েছে জেলার যুব তৃণমূল।

নিজস্ব  সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০০:০১
এই মঞ্চেই হবে বৃহস্পতিবারের সভা। নিজস্ব চিত্র

এই মঞ্চেই হবে বৃহস্পতিবারের সভা। নিজস্ব চিত্র

সতর্ক করেছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ঝাড়গ্রাম জেলার নেতাদের জানিয়ে দিয়েছিলেন, প্রয়োজনে দলের বড় দায়িত্ব তিনি ছাত্র-যুবদের দেবেন।

ঝাড়গ্রাম জেলায় দলীয় প্রার্থী বিরবাহা সরেনের সমর্থনে তৃণমূলের প্রথম নির্বাচনী জনসভাটি হচ্ছে আজ, বৃহস্পতিবার। গোপীবল্লভপুরের স্থানীয় যাত্রা ময়দানে ওই জনসভার আয়োজনে রয়েছে জেলার যুব তৃণমূল। সহযোগিতায় রয়েছে তৃণমূলের ছাত্র সংগঠনও। সভার মূল বক্তা অবশ্য দলের ঝাড়গ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা পার্থই। জনসভায় মন্ত্রী সৌমেন মহাপাত্রেরও থাকার কথা।

গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের ভোটব্যাঙ্কে কার্যত ধস নামিয়ে কয়েকটি গ্রাম পঞ্চায়েত দখল করে নিয়েছিল বিজেপি। গোপীবল্লভপুর-১ পঞ্চায়েত সমিতিও বিজেপি দখল করে নেয়। ওই ঘটনার পরে বার বার জেলায় এসে সংগঠনের হাল ধরেছেন পার্থ। মুখ্যমন্ত্রীর হাতে দূরনিয়ন্ত্রিত ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর হোক, কিংবা রামগড়ে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ক্যাম্পাসের সূচনা অনুষ্ঠান— সবেতেই ঝাড়গ্রামে হাজির থেকেছেন পার্থ। এমনকি, অরণ্যশহরে স্বামী বিবেকানন্দ, সিদো-কানহো ও বিরসা মুন্ডার মূর্তি উন্মোচনও করতেও দেখা গিয়েছে তাঁকে। তৃণমূল সূত্রের খবর, গত ২৭ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে তৃণমূলের জেলা কোর কমিটির বৈঠকে রীতিমতো বিরক্ত পার্থ দ‌লের নেতাদের জানিয়ে দেন, চারিদিকে এত উন্নয়ন ও পরিষেবা দেওয়া হচ্ছে। তারপরও বিজেপি-র এত বাড়বাড়ন্ত কী ভাবে হচ্ছে। দলের জেলা সংগঠনের নিষ্ক্রিয়তায় বিরক্ত পার্থ ওই বৈঠকে ছাত্র, যুবদের হাতে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন। ঘটনাচক্রে, জামবনির টুলিবড়ে তৃণমূল প্রার্থী বিরবাহা সরেনের প্রথম কর্মিসবাটির আয়োজনে ছিল জেলা ছাত্র ও যুব তৃণমূল।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

প্রথম নির্বাচনী জনসভার আয়োজনে ছাত্র-যুবদের উদ্যোগটি প্রত্যাশিত বলে মনে করছেন তৃণমূলের একাংশ। দলের জেলা চেয়ারম্যান সুকুমার হাঁসদা বলেন, ‘‘ছাত্র-যুবর আয়োজনে সভাটি হচ্ছে। দল এবং দলের সমস্ত শাখা সংগঠন মিলে সভা সফল করার জন্য কাজ করছেন।’’ গোপীবল্লভপুরের তৃণমূল নেতা তথা টিএমসিপি-র জেলা সভাপতি সত্যরঞ্জন বারিক বলেন, ‘‘প্রথম নির্বাচনী জনসভায় রেকর্ড সংখ্যাক মানুষ আসবেন। প্রমাণ হয়ে যাবে জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই শেষ কথা বলে!’’ সূত্রের খবর, জনসভার পরে কুড়মি নেতাদের নিয়ে একান্ত বৈঠক করতে পারেন তৃণমূলের মহাসচিব।

Lok Sabha Election 2019 Partha Chatterjee TMCP TMC Meeting Birbaha Soren
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy