Advertisement
১৯ মে ২০২৪

পুজোমণ্ডপে তৃণমূলের উপস্থিতি বাড়াতে নির্দেশ

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে অনেক দুর্গামণ্ডপেই তৃণমূলের নানা বইপত্র, তাদের নেত্রী মমতার লেখা বইয়ের সম্ভার ইত্যাদি নিয়ে স্টল দেওয়া হয়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৯
Share: Save:

এ বার দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে তৃণমূলের বার্তা বেশি করে ছড়িয়ে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে অনেক দুর্গামণ্ডপেই তৃণমূলের নানা বইপত্র, তাদের নেত্রী মমতার লেখা বইয়ের সম্ভার ইত্যাদি নিয়ে স্টল দেওয়া হয়। কিন্তু এ বার পুজো শুরু অনেক আগে থেকেই মণ্ডপের কর্তৃত্ব দখল নিয়ে তৃণমূল-বিজেপির টানাপড়েন শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, পুজোয় গেরুয়া শিবিরের ‘মণ্ডপ-দখল’ মোকাবিলায় বেশি সংখ্যায় সম্ভব হলে সব মণ্ডপেই জাগো বাংলার স্টল দিতে তৃণমূল নেত্রী পরামর্শ দিয়েছেন।

সোমবার কালীঘাটে তাঁর বাড়িতে দলের এক বৈঠকে মমতা নির্দেশ দেন, পুজো কমিটিগুলির সঙ্গে কথা বলে এ বারও বেশি করে ‘জাগো বাংলা’র স্টল দিতে হবে। তবে স্টলে শুধুমাত্র দলীয় বইপত্র না রেখে বাংলার স্বাধীনতা সংগ্রাম বিষয়ক বইপত্র এবং মনীষীদের জীবনী, লেখা-সম্বলিত বইয়ের সংগ্রহও রাখতে বলেছেন মমতা। বিশেষত রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, গাঁধীজীর লেখা বই স্টলে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামের শহিদদের সম্পর্কে বিভিন্ন বইপত্রও স্টলে রাখতে হবে।

দুর্গাপুজোর দিনগুলোয় ছুটি কাটাতে বাইরে কোথাও না গিয়ে নিজের নিজের এলাকায় থেকে জনসংযোগে মন দিতে নেতা-কর্মীদের নির্দেশ দেন মমতা। দলীয় সূত্রের খবর, মমতা বলেছেন, দলীয় রাজনীতির মধ্যে পুজোকে সীমাবদ্ধ না রেখে তাকে সামাজিক যোগাযোগের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে হবে। উৎসবের মরসুমে কোনও ভাবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে দিকেও খেয়াল রাখতে বলেছেন দলের সকলকে। কোথাও কোনও উত্তেজনা বা অশান্ত পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে তা জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE