Advertisement
২৭ এপ্রিল ২০২৪
দু’বছরের কোর্স

দূরশিক্ষায় এমবিএ বর্ধমানের

শহরের স্বাস্থ্য পরিষেবার উন্নতির বিভিন্ন দিক নিয়ে ‘ভালনারেবল অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যাপিং ফর আরবান হেলথ প্ল্যনিং’ শীর্ষক একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করছে কলকাতার আইআইএইচএমআর ইউনিভার্সিটি। শহরের স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে, ন্যাশনাল আরবান হেলথ মিশনের গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা হবে কর্মশালায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০০:৫৫
Share: Save:

শহরের স্বাস্থ্য পরিষেবার উন্নতির বিভিন্ন দিক নিয়ে ‘ভালনারেবল অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যাপিং ফর আরবান হেলথ প্ল্যনিং’ শীর্ষক একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করছে কলকাতার আইআইএইচএমআর ইউনিভার্সিটি। শহরের স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে, ন্যাশনাল আরবান হেলথ মিশনের গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা হবে কর্মশালায়। ৭-৯ অক্টোবর চলবে কর্মশালাটি। ১৪-১৬ অক্টোবর কলকাতাতেই এই সংস্থা ‘ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট প্রোগ্রামে’র আওতায় ‘লিডারশিপ ট্রান্সফরমেশন প্রোগ্রাম ফর হাই পোটেনশিয়াল হেলথকেয়ার ম্যানেজার্স’ নামে একটি ট্রেনিং কর্মসূচি নিয়েছে। সরকারি, বেসরকারি হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংস্থার ম্যানেজমেন্টের লোকজন এই ট্রেনিংয়ে যোগ দিতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী সংস্থা আইআইএইচএমআর ইউনিভর্সিটি কেন্দ্রীয় সরকারের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মন্ত্রক দ্বারা অনুমোদিত। স্বাস্থ্য পরিষেবায় দক্ষ কর্মী তৈরি করা এর লক্ষ্য। বিস্তারিত তথ্য www.iihmr.edu.in ওয়েবসাইটে।

দুটি কর্মশালা

আর তিন বছরের নয়। এ বার দু’বছরের (ছ’টি সেমেস্টারে) এমবিএ পাঠ্যক্রমে ভর্তি শুরু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে। প্রতি সেমেস্টারে ১৫ হাজার করে কোর্স ফি মোট ৬০ হাজার টাকা। ২০১৩ সালে দূরশিক্ষা পদ্ধতির পঠনপাঠন তদারকির জন্যে ইউজিসি-র তৈরি স্বশাসিত সংস্থা ডিইবি (ডিসট্যান্স এডুকেশন ব্যুরো) বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এলে এমবিএ পাঠ্যক্রম দু’বছরের চালুর আবেদন জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ডিইবি সেই অনুমতি দিয়ে স্টাডি মেটেরিয়াল তৈরি-সহ গোটা পাঠ্যক্রমকে ঢেলে সাজাতে বলে। যতক্ষণ তা যথাযথ ভাবে তৈরি না হচ্ছে, ততক্ষণ এমবিএ কোর্সে ছাত্রভর্তি বন্ধ রাখার নির্দেশও দেয়। তার জেরে দু’বছর বন্ধ ছিল এমবিএ পাঠ্যক্রম। চলতি মাসে স্টাডি মেটিরিয়াল এবং পাঠ্যক্রম খতিয়ে দেখে ডিইবি সেই অনুমতি দিয়েছে। তারপরেই চলতি শিক্ষাবর্ষে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের আশা, দু’বছরের এমবিএ চালু হওয়ায় পড়ুয়াদের আগ্রহ বাড়বে।

স্কলারশিপের কিছু ঠিকানা

কমনওয়েলথ স্কলারশিপ অ্যান্ড ফেলোশিপ প্ল্যান: ২০১৬ সালে এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর। কলা বিভাগ ও সমাজবিজ্ঞানের মাস্টার্স ডিগ্রির আবেদনকারীদের স্নাতক স্তরে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির পড়ুয়াদের স্নাতকস্তরে ৬৫ শতাংশ নম্বর পেতে হবে। পিএইচডি-র জন্য একই হারে নম্বর থাকতে হবে মাস্টার্সে। কেন্দ্রীয় সরকারি স্তরে প্রাথমিক বাছাইয়ের পর দিল্লিতে ইন্টারভিউ হবে আবেদনকারীদের।

ওএনজিসি স্কলারশিপ: ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল বা মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জিওলজি ও জিওফিজিক্সের মেধাবী তফসিলি জাতি-উপজাতির পড়ুয়াদের জন্য ওএনজিসি-র স্কলারশিপ নেওয়া হচ্ছে এখন। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর। ২০১৬-র জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে www.ongcindia.com ওয়েবসাইটে সফলদের নামের তালিকা বেরোবে।

এসএন বোস স্কলার্স প্রোগ্রাম: বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নামকরণে এই প্রকল্পে অ্যাটমোস্ফেরিক অ্যান্ড আর্থ সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, ম্যাথমেটিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সের ভারতীয় পড়ুয়াদের আমেরিকার বিখ্যাত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দেওয়া হয়। স্টাইপেন্ড, হেলথ ইনস্যুরেন্সের পাশাপাশি এই স্কলারশিপে বিদেশযাত্রার অর্থও দেওয়া হয়। ৩১ অক্টোবরের মধ্যে আবেদন জমা দিতে হবে। সংস্কৃতি-মনি মন ফেলোশিপ ফর মিউজিক: ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক শেখার জন্য এক লক্ষ টাকার এই স্কলারশিপের আবেদনও নেওয়া হচ্ছে এখন। ভারতীয় আবেদনকারীর বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MBA Bardhaman University education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE