Advertisement
০১ মে ২০২৪

সবুজ সাথী প্রকল্পে সাইকেল না পেয়ে বিক্ষোভ

সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পেয়ে ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখাল স্কুল ছাত্রীরা। ওই ছাত্রীরা ব্লক অফিসের সামনে সড়ক অবরোধও করে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ০২:৫৩
Share: Save:

সবুজ সাথী প্রকল্পের সাইকেল না পেয়ে ব্লক অফিসে এসে বিক্ষোভ দেখাল স্কুল ছাত্রীরা। ওই ছাত্রীরা ব্লক অফিসের সামনে সড়ক অবরোধও করে বলে অভিযোগ। সোমবার দুপুরে তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের ব্লক অফিসের সামনের এই অবরোধ অবশ্য পঞ্চায়েত সমিতির সভাপতির হস্তক্ষেপে ওঠে।

প্রশাসনিক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল ছাত্র-ছাত্রীদের সাইকেল দেওয়ার কর্মসূচি রয়েছে। গত বছর ওই প্রকল্পে প্রথম পর্যায়ে উপকৃত ছাত্রীদের চিহ্নিত করে অধিকাংশ স্কুলের পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়। চলতি বছরে দ্বিতীয় পর্যায়ে সাইকেল দেওয়া শুরু হয়েছে। কিন্তু প্রথম পর্যায়ে তালিকায় নাম থাকা সত্বেও বেশ কয়েকটি স্কুলের ছাত্রীরা সাইকেল পায়নি বলে অভিযোগ। ঘটনার কথা স্বীকার করে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) প্রশান্ত অধিকারী বলেন, ‘‘২৮ হাজার সাইকেল কম এসেছিল। তাই কিছু স্কুলের ছাত্রীদের সাইকেল দেওয়া যায়নি। তবে ওই সাইকেল জেলায় এসে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ের সাইকেল বিলির পরেই প্রথম পর্যায়ের বকেয়া সাইকেল দ্রুত দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sabuj sathi cycle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE