Advertisement
১৬ মে ২০২৪

অম্বেডকরের জন্মদিন হল ‘পবিত্র দিবস’

বি আর অম্বেডকরের ১২৬তম জন্মদিবস পালিত হল ‘পবিত্র দিবস’ হিসেবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে জেলার সব ব্লক, মহকুমায় দিনটি পালিত হয়। মেদিনীপুরে জেলাশাসকের দফতরে স্মরণ কর্মসূচি হয়।

স্মরণ: অম্বেডকরের জীবন ও কাজ নিয়ে আলোচনা। —নিজস্ব চিত্র।

স্মরণ: অম্বেডকরের জীবন ও কাজ নিয়ে আলোচনা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর ও খড়্গপুর শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০১:০৪
Share: Save:

বি আর অম্বেডকরের ১২৬তম জন্মদিবস পালিত হল ‘পবিত্র দিবস’ হিসেবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে জেলার সব ব্লক, মহকুমায় দিনটি পালিত হয়। মেদিনীপুরে জেলাশাসকের দফতরে স্মরণ কর্মসূচি হয়। ছিলেন জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, মহকুমাশাসক (সদর) দীননারায়ণ ঘোষ প্রমুখ। এ বার রাজ্য সরকারের তরফেই দিনটি পালন করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো এ দিন বিভিন্ন ব্লক, মহকুমায় আম্বেডকরের জীবনী ও কর্মসংক্রান্ত আলোচনা হয়। মেদিনীপুরের ম্বেডকর কলোনিতেও এক কর্মসূচি হয়। এলাকার ছেলেমেয়েদের পাঠ্যসামগ্রী দেওয়া হয়। ছিলেন কাউন্সিলর সৌমেন খান। বিভিন্ন স্কুলে দিনটি পালিত হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডে ক্যুইজ-সহ নানা কর্মসূচি হয়। ছিলেন পুরপ্রধান প্রণব বসু।

শুক্রবার রেলশহর খড়্গপুরেও বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার পক্ষ থেকে দিনটি পালন করা হয়। সকালে তফসিলিদের সংগঠন ‘আদি অন্ধ্রা সঙ্গমে’র পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংস্থার সম্পাদক এম পোলা রাও বলেন, “আমরা প্রতিবারের মতো এ বারও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছি। এ বার কেকও কেটেছি।” এ দিন বিকেলে টাউন থানার সামনে জমায়েত করেছিল সিপিএমও। সেখানে ভারতীয় সংবিধানের রূপকার বি আর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করা হয়। তৃণমূলের শহর কমিটির পক্ষ থেকেও বিকেলে ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কার্যালয়ে অম্বেডকরের জন্মজয়ন্তী পালিত হয়। এ দিন বি আর অম্বেডকর শিশু উদ্যানেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ambedkar Jayanti TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE