Advertisement
১৮ মে ২০২৪
Coronavirus

বৃদ্ধের সংস্পর্শে আসা সকলের লালারস পরীক্ষা

গত বুধবার চিকিৎসা করাতে ওড়িশায় যান ওই বৃদ্ধ। তার আগে তাঁর চিকিৎসা হয়েছিল মেদিনীপুরের দু’টি বেসরকারি হাসপাতালে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০৫:৩৩
Share: Save:

স্থিতিশীল রয়েছেন ওড়িশায় চিকিৎসাধীন করোনা আক্রান্ত বৃদ্ধ। দাঁতন-২ ব্লকের সাউরি পঞ্চায়েতে বৃদ্ধের গ্রাম ইতিমধ্যেই ‘সিল’ করেছে প্রশাসন। থমথমে গ্রামে চলছে পুলিশি টহল। কোয়রান্টিন কেন্দ্রে রয়েছেন বৃদ্ধের পরিজন ও সংস্পর্শে আসা ৬৫ জন। যাঁরা সরাসরি বৃদ্ধের সংস্পর্শে এসেছেন, এ বার তাঁদের লালারস পরীক্ষা করা হবে।

শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “যাঁরা ওই বৃদ্ধের সরাসরি সংস্পর্শে এসেছিলেন আপাতত তাঁদেরই লালারস পরীক্ষা হবে। মেদিনীপুরের দু’টি বেসরকারি হাসপাতাল ও পরিজন-সহ কয়েকজনকে চিহ্নিত করে সেই কাজ শুরু হয়েছে।”

গত বুধবার চিকিৎসা করাতে ওড়িশায় যান ওই বৃদ্ধ। তার আগে তাঁর চিকিৎসা হয়েছিল মেদিনীপুরের দু’টি বেসরকারি হাসপাতালে। পরে ওড়িশা গিয়ে তিনি করোনা আক্রান্ত হয়েছেন জানা যেতেই বৃদ্ধের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করা হয়। পরিজন, এক হাতুড়ে চিকিৎসক ও অ্যাম্বুল্যান্স চালকের পরিবার-সহ ২৫ জনকে নারায়ণগড় কোয়রান্টিন কেন্দ্রে রাখা হয়েছে। মেদিনীপুরের দু’টি বেসরকারি হাসপাতালের ৪০ জনকেও রাখা হয়েছে নিভৃতবাসে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বৃদ্ধের যে মেয়ে-জামাই থাকেন, শুক্রবার তাঁদেরও চণ্ডীপুরের কোয়রান্টিন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

মকরামপুর কোয়রান্টিন কেন্দ্রের ১২ জনকে ও মেদিনীপুরের দু’টি বেসরকারি হাসপাতালের ১৪ জনকে লালারস পরীক্ষার জন্য চিহ্নিত করা হয়েছে। এ দিন থেকে মেদিনীপুরের দুই হাসপাতালের ১৪ জনের লালারসের নমুনা সংগ্রহ শুরু হয়েছে। খড়্গপুরের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস পাল বলেন, “কাল, সোমবার মকরামপুর কোয়রান্টিন কেন্দ্রে যাঁরা রয়েছেন, তাঁদের লালারসের নমুনা পরীক্ষায় পাঠানো হবে।”

এ দিকে, বৃদ্ধের করোনা রিপোর্ট পজ়িটিভ আসার পরে বৃদ্ধের সঙ্গে থাকা তাঁর স্ত্রী ও নাতির রিপোর্ট কী আসে সে দিকে তাকিয়ে সকলেই। ভুবনেশ্বরের কলিঙ্গ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে বৃদ্ধের স্ত্রী ও নাতির রক্তের নমুনা নিয়ে র‌্যাপিড টেস্টে পাঠানো হয়েছে। তাতে রাতেই স্ত্রীর রিপোর্ট পজ়িটিভ আসায় এ দিন দু’জনের লালারসের নমুনা করোনা পরীক্ষায় পাঠানো হয়। কলিঙ্গ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক বলেন, “ওই বৃদ্ধ এখন করোনা হাসপাতালে চিকিৎসাধীন। করোনার নিশ্চিত পরীক্ষার জন্য বাকি দু’জনের লালারসের নমুনা পাঠানো হয়েছে। রাতে রিপোর্ট আসবে।”

বৃদ্ধের পরিবার ও তাঁর গ্রামে এখন শুধুই আতঙ্ক। বৃদ্ধের মেজো জামাই বলেন, “আমরা কোয়রান্টিন কেন্দ্রে আছি। গ্রামের অনেকের নানা প্রশ্ন থাকায় আমার শাশুড়ি ও শ্যালিকার ছেলে যে ওড়িশায় সুস্থ রয়েছে, হোয়াটসঅ্যাপে তার ভিডিয়ো গ্রামবাসীকে পাঠিয়েছি।” গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর সাহু বলেন, “এলাকা সিল থাকায় কেউ বেরোচ্ছে না। প্রশাসন বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। অসুবিধা না থাকলেও আতঙ্ক রয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE