Advertisement
০৭ মে ২০২৪

সাজবে ঐতিহ্যের উদ্যান

চারিদিকে ঝোপঝাড়। রক্ষণাবেক্ষণের অভাবে আগাছায় ঢেকেছে মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির চত্বর। কখনও কখনও সংস্কার হয়। কিছুদিন পর অবস্থা আবার যে কে সেই!

সংস্কারের অপেক্ষায় মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি উদ্যান। —নিজস্ব চিত্র।

সংস্কারের অপেক্ষায় মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি উদ্যান। —নিজস্ব চিত্র।

বরুণ দে
মেদিনীপুর শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ০০:০০
Share: Save:

চারিদিকে ঝোপঝাড়। রক্ষণাবেক্ষণের অভাবে আগাছায় ঢেকেছে মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির চত্বর। কখনও কখনও সংস্কার হয়। কিছুদিন পর অবস্থা আবার যে কে সেই! রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিদ্যাসাগর স্মৃতি মন্দির চত্বরের উদ্যান এ বার ঢেলে সাজাতে উদ্যোগী হল মেদিনীপুর পুরসভা।

স্মৃতি মন্দির চত্বরে উদ্যানের পরিস্থিতি দেখে সম্প্রতি পুরসভায় দরবার করেন বিদ্যাসাগর হল কর্তৃপক্ষ। পুরপ্রধান প্রণব বসুকে চিঠি দেন হলের পরিচালন সমিতির সম্পাদক রাজকুমার মিশ্র। এই এলাকার সৌন্দর্যায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আর্জি জানান। সেই আর্জিতে সাড়া দিয়ে পুরসভার বৈঠকে ঠিক হয়েছে, বিদ্যাসাগর হল চত্বরে থাকা উদ্যান নতুন করে ঢেলে সাজানো হবে। পুরপ্রধান প্রণব বসু বলেন, “বিদ্যাসাগর হলের ওই এলাকার সৌন্দর্যায়নের কাজ পুরসভা করবে। হল-কর্তৃপক্ষের চিঠি পেয়েছিলাম। ওঁনারা চেয়েছিলেন, পুরসভা ওই এলাকা সাজিয়ে দিক। সেই মতো পুরসভা ওই এলাকা সাজিয়ে দেবে।”

কী কী কাজ হবে? উদ্যানের সামনের দিকে নতুন গেট হবে, চারপাশের রেলিং নতুন করে করা হবে, লাগানো হবে নানা নতুন গাছও। উদ্যানের মধ্যে থাকবে ঝরনা, বাহারি আলো। নতুন করে বসার জায়গার ব্যবস্থাও করা হবে। প্রাথমিক ভাবে পুর-কর্তৃপক্ষের ধারণা, সৌন্দর্যায়নের কাজে প্রায় ১৭ লক্ষ টাকা খরচ হতে পারে। মেদিনীপুর শহরে হাতে গোনা কয়েকটিই প্রেক্ষাগৃহ রয়েছে। এর মধ্যে বিদ্যাসাগর হল অন্যতম। হল পরিচালন সমিতির অন্যতম কর্তা সুকুমার পড়্যা বলেন, ‘‘বিদ্যাসাগর হলের সুন্দর পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। সৌন্দর্যায়নের কাজের কথা পুরসভাকে জানানো হয়েছিল। পুরসভা এই কাজ শুরু করবে। নতুন করে সেজে উঠবে এই উদ্যান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Municipality park
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE