Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রক্তের ধর্ম এক, দেখাল দাসপুর

শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর থানার পুলিশও। ছিলেন সাহিত্যিক উমাশঙ্কর নিয়োগী।

পাশাপাশি: শিবিের দুই দাতা। নিজস্ব চিত্র

পাশাপাশি: শিবিের দুই দাতা। নিজস্ব চিত্র

কৌশিক সাঁতরা
ঘাটাল শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ১৩:০০
Share: Save:

সম্প্রীতির বার্তা দিতে রথ কমিটির অনুষ্ঠানে যোগ দিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও। শুক্রবার দাসপুরের টালিভাটা ও বেলতলা রথের মেলায় দুই সম্প্রদায়ের মানুষের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির।

শুক্রবার রথ উৎসব কমিটির উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উভয় সম্প্রদায়ের ৪০ জন রক্ত দান করেছেন বলে জানিয়েছে কমিটির সদস্যরা। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর থানার পুলিশও। ছিলেন সাহিত্যিক উমাশঙ্কর নিয়োগী।

রথের উৎসবে মুসলিম সম্প্রদায়ের মানুষের যোগ দেওয়ার ঘটনা এমন কিছু নতুন নয়। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে যেন বার্তা দিতেই এই আনুষ্ঠানের আয়োজন করেছিলেন এলাকার মানুষ। রথ কমিটির সদস্য কৃষ্ণপদ শাসমল ও অম্লান দত্ত বলেন, “রাজ্যে সাম্প্রদায়িক বিষয় নিয়ে যে ডামাডোল চলছে তাকে লক্ষ্য রেখেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান।’’ আর শিবিরে এসে রক্ত দিয়ে খুশি বাসদেবপুর গ্রামের শেখ সারিফুল ইসলাম। তিনি বলেন, ‘‘রক্তের কোনও জাত নেই, মানুষেরও না। ধর্ম যা-ই হোক আমরা তো মানুষ।’’ রক্ত দিয়েছেন বেলতলা গ্রামের শেখ আইসেন আলিও। তিনি বলেন, “আমাদের গ্রামে তো হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। হিন্দুদের পুজা ও অনুষ্ঠানে আমরা যোগ দিই, আমাদের অনুষ্ঠানে হিন্দুরা আসে, তাতে ক্ষতি কী?’’

বেলতলাতেও প্রতি বছর শিবরাত্রির মেলাও বসে। সেখানেও সমান ভাবে দায়িত্ব ভাগাভাগি করে নেন হিন্দু-মুসলিম উভয়
সম্প্রদায়ের মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE