Advertisement
০৭ মে ২০২৪

আল্ট্রাসোনোগ্রাফ যন্ত্র খারাপ, বিপাকে রোগীরা

পাঁচ বছরের ছবিতা পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে এসেছিল। তমলুকে জেলা হাসপাতালের চিকিৎসক বলেছিলেন আল্ট্রাসোনোগ্রাফি করাতে। কিন্তু রেডিওলজি বিভাগে গিয়ে জানা যায় যন্ত্র খারাপ তাই, আল্ট্রাসোনোগ্রাফি করা যাবে না।

বিকল যন্ত্র। নিজস্ব চিত্র।

বিকল যন্ত্র। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ০১:৩৮
Share: Save:

পাঁচ বছরের ছবিতা পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে এসেছিল। তমলুকে জেলা হাসপাতালের চিকিৎসক বলেছিলেন আল্ট্রাসোনোগ্রাফি করাতে। কিন্তু রেডিওলজি বিভাগে গিয়ে জানা যায় যন্ত্র খারাপ তাই, আল্ট্রাসোনোগ্রাফি করা যাবে না। ছবিতার মা শিবানী অধিকারীর অভিযোগ, তাঁকে বলে দেওয়া হয়, ‘‘দিন দশেক পরে আসুন, অথবা বাইরে থেকে পরীক্ষা করিয়ে নিন।’’

দিন দশেক পর, সোমবার হাসপাতালে এসেও ফিরে যেতে হয়েছে ছবিতাকে। আল্ট্রাসোনোগ্রাফ যন্ত্র এখনও মেরামত করা যায়নি। একা ছবিতা নয়। এ ভাবেই ফিরে গিয়েছেন, হলদিয়ার দেভোগ গ্রামের নাজিমা বিবি। তিরিশের ওই বধূও পেটের যন্ত্রনায় ভুগছেন। শুধু বহির্বিভাগের রোগীরা নন। হাসপাতালে ভর্তি থাকা বা চিকিৎসা করাতে আসা প্রসূতিদেরও আল্ট্রাসোনোগ্রাফি করানো যাচ্ছে না। ফলে তাদের পাঠাতে হচ্ছে কাছের একটি ডায়গনস্টিক সেন্টারে। তবে প্রসূতি ও রাষ্ট্রীয় স্বাস্থ্যবিমা যোজনার অন্তর্ভুক্ত রোগীদের জন্য খরচ বহন করছেন হাসপাতাল কর্তৃপক্ষই। কিন্তু অন্যদের ওই পরীক্ষা করাতে করচ হচ্ছে পাঁচ থেকে ছ’শো টাকা।

জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস ধরে বিকল আলট্রাসোনোগ্রাফ যন্ত্র। তবে এই যন্ত্রে গলা, বক্ষদেশ, ও পায়ের আলট্রাসোনোগ্রাফি করা যাচ্ছে। প্রসূতিদের ও পেটের অসুখে আক্রান্তদের পরীক্ষা করা যাচ্ছে না। এ কথা স্বীকার করে হাসপাতাল সুপার গোপাল দাস বলেন, ‘‘আল্ট্রাসোনোগ্রাফ যন্ত্রটি মেরামত করার জন্য একটি সংস্থাকে ডাকা হয়েছিল। তারা জানিয়েছে প্রায় ২ লক্ষ টাকা খরচ হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত সুরাহা হবে।’’

কয়েকবছর আগে প্রায় ১৫ লক্ষ টাকা খরচে আধুনিক আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রটি বসানো হয়েছিল। প্রতিদিন গড়ে প্রায় ৪০-৫০ জনের আলট্রাসোনোগ্রাফি করা হত। এখন সব পরীক্ষা করা যাচ্ছে না। দিতে ১০-১২ জনের পরীক্ষা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া প্রসূতিদের নির্দিষ্ট একটি বেসরকারি পরীক্ষাকেন্দ্রে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফ করানো হচ্ছে। খরচ হাসপাতাল দিলেও রোগিনীকে নিয়ে যেতে সমস্যায় পড়ছেন পরিবারের লোকেরা। এ বিষয়ে তৃণমূল প্রভাবিত ওয়েস্টবেঙ্গল নন-গেজেটেড হেলথ এমপ্লয়িজ এসোসিয়েশনের জেলা সম্পাদক সত্যরঞ্জন সাহু বলেন, ‘‘অনেকদিন ধরেই ওই যন্ত্র খারাপ। দ্রুত মেরামতির জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য দফতরের কাছে দাবি জানিয়েছি।’’

স্মরণে। বিদ্যাসাগরের ১২৫ তম প্রয়াণ দিবস পালিত হল মেদিনীপুরে। বিদ্যাসাগর স্মরণ সমিতির উদ্যোগে দিনটি পালিত হয়। মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে বিদ্যাসাগরের মূর্তি রয়েছে। শুক্রবার সকালে এখানে এক সভা হয়। ছিলেন হরিপদ মণ্ডল, দীনেন রায়, অমল মাইতি প্রমুখ। পরে যুব তৃণমূলের উদ্যোগেও এখানে এক সভা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ultrasonography Patient
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE