Advertisement
E-Paper

পুলিশ দেবে পুরস্কার, তাই টক্কর অভিনবত্বের

এ বার এমনই সব ব্যতিক্রমী ভাবনার পুজো খুঁজছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। কারণ এগুলির ভিতর থেকে বেছে নেওয়া হবে জেলার সেরা তিনটি পুজো। সেই উদ্যোক্তাদের দেওয়া হবে ঝাড়গ্রাম জেলা পুলিশের প্রথম বর্ষ শারদ সম্মান।

কিংশুক গুপ্ত

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০০:০১
জোরকদমে: ছাপানো হচ্ছে ব্যানার। —নিজস্ব চিত্র।

জোরকদমে: ছাপানো হচ্ছে ব্যানার। —নিজস্ব চিত্র।

মণ্ডপ প্রাঙ্গণে শব্দবিধি মেনে রবীন্দ্রসঙ্গীত বা স্বর্ণযুগের বাংলা গান বাজছে কি? ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’, ডাইনি বিরোধী, বাল্যবিবাহ বিরোধী বা পণপ্রথা বিরোধী সচেতনতা নাটক হলে তো কথাই নেই! মণ্ডপের সামনে হোর্ডিংয়ে বিয়ে রুখে দেওয়া সাহসিনী কন্যাশ্রীর উদাহরণ দিয়ে ‘আঠারোর আগে বিয়ের পিঁড়িতে নয়’, এমন প্রচার থাকলে ‘মার্কশিট’ ভরে যাবে নম্বরে। ভিড়ে ঠাসা মণ্ডপ প্রাঙ্গণে নাটক বা ম্যাজিকের মাধ্যমে মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতার বার্তা থাকলে তো দারুণ ব্যাপার।

এ বার এমনই সব ব্যতিক্রমী ভাবনার পুজো খুঁজছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। কারণ এগুলির ভিতর থেকে বেছে নেওয়া হবে জেলার সেরা তিনটি পুজো। সেই উদ্যোক্তাদের দেওয়া হবে ঝাড়গ্রাম জেলা পুলিশের প্রথম বর্ষ শারদ সম্মান।

ফলে শেষ বেলায় উদ্যোক্তারা ছুটছেন বিভিন্ন নাটকের দলের কাছে। কেউ ছুটছেন নতুন ব্যানার ছাপাতে। কেউ ডাউনলোড করছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, তালাত মাহমুদ, সুমন কল্যাণপুরের কালজয়ী গান। কেউ খুঁজছেন জাদুকর।

ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্ত জানান, সেরা থিম, সেরা পুজো, সেরা পরিবেশ ও সচেতনতা— মূলত এই বিষয়গুলির উপর ভিত্তি করে তিনটি সেরা পুজোকে বাছা হবে। বাছাই হবে নম্বরের ভিত্তি। তিনি জানান, এক জন ডিএসপির তত্ত্বাবধানে বিচারকমণ্ডলী পুজোর দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে ঘুরবেন। সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে থাকবেন বিশিষ্টজনেরা। পুলিশ কমিটির বিচারকরাই মণ্ডপে গিয়ে মাপকাঠি অনুযায়ী সব কিছু খতিয়ে দেখে প্রতিটি বিষয়ে নম্বর দেবেন। পুজোর পর পুলিশের এক অনুষ্ঠানে বিজয়ী উদ্যোক্তাদের হাতে ট্রফি, মানপত্র ও পুরস্কার তুলে দেওয়া হবে।

সামাজিক সমস্যানির্ভর মঞ্চবিহীন অঙ্গন নাটক করে ঝাড়গ্রামের কুরকুট নাট্যগোষ্ঠী। সংস্থার পরিচালক উপল পাহাড়ি বলেন, “পুজোর ক’টা দিন সাধারণত কল শো নিই না। তবে এ বার বেলপাহাড়ি, নয়াগ্রামের মতো প্রত্যন্ত এলাকার বেশ কিছু পুজো কমিটি মণ্ডপ প্রাঙ্গণে সচেতনতামূলক নাটক করানোর জন্য ডাকছেন।” ঝাড়গ্রামের একটি ফ্লেক্স-ব্যানার তৈরির সংস্থার মালিক মনোজ দাস বলেন, “গত দু’দিনে ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’, কন্যাশ্রীর মতো বিষয় নিয়ে গ্রামাঞ্চলের ৩৪টি পুজো কমিটির ব্যানার তৈরি করে দিতে হয়েছে। শেষ বেলায় হাজারখানেক ব্যানারের অর্ডার পেয়ে আমাদের হিমসিম অবস্থা।”

ঝাড়গ্রামের ইয়ং ইলেভেন পুজো কমিটির সম্পাদক ভিকি দে বলেন, “পুজোর তিন দিন তিনটি বিষয়ে নাটক হবে। সচেতনতার প্রচারে কমিটির সদস্যরা হেলমেট পরে বাইকে চড়ে ঘুরবেন।” বিনপুরের পল্লি ক্লাব পুজো কমিটির সদস্য কৃশানু মণ্ডল বলেন, “এ বার আমাদের থিম বৌদ্ধ গুম্ফা। তবে শেষ মুহূর্তে মণ্ডপ প্রাঙ্গণে মশা বাহিত রোগ ঠেকাতে সচেতনতার বার্তাবাহী ফ্লেক্স ব্যানার লাগানোর সিদ্ধান্ত হয়েছে। আবহে থাকবে বৌদ্ধ মন্ত্র।”

Puja Banner ঝাড়গ্রাম Jhargram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy