Advertisement
১১ মে ২০২৪

রবিতেই আস্থা রাখছে কংগ্রেস

বিদায়ী পুরপ্রধানকে মুখ করেই এ বারও রেলশহরের পুরভোটে লড়তে চলেছে কংগ্রেস। সোমবার খড়্গপুরের শহর কংগ্রেস পার্টি অফিসের সামনে গোলবাজার গুজরাতি মিত্র মণ্ডপে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দল। বর্ষীয়ান বিধায়ক জ্ঞানসিংহ সোহন পাল (চাচা)-এর উপস্থিতিতে শহরের ৩৫ জন প্রার্থীর সঙ্গে পরিচয় করিয়ে দেন বিদায়ী পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে।

রবিশঙ্কর পাণ্ডে। —নিজস্ব চিত্র।

রবিশঙ্কর পাণ্ডে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৫ ০০:৪০
Share: Save:

বিদায়ী পুরপ্রধানকে মুখ করেই এ বারও রেলশহরের পুরভোটে লড়তে চলেছে কংগ্রেস। সোমবার খড়্গপুরের শহর কংগ্রেস পার্টি অফিসের সামনে গোলবাজার গুজরাতি মিত্র মণ্ডপে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে দল। বর্ষীয়ান বিধায়ক জ্ঞানসিংহ সোহন পাল (চাচা)-এর উপস্থিতিতে শহরের ৩৫ জন প্রার্থীর সঙ্গে পরিচয় করিয়ে দেন বিদায়ী পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে। এক সময় বাম সমর্থিত বিকাশ মঞ্চের প্রতিষ্ঠাতা সত্যেদেও শর্মার হাতে দলের পতাকা তুলে দেন চাচা। সত্যেদেও হাত চিহ্নে প্রার্থীও হয়েছেন। তবে তাঁর স্ত্রী লড়বেন কংগ্রেস সমর্থিত বিকাশ মঞ্চের হয়ে। বিজেপি সমর্থক মহেন্দ্র দুবেও এ দিন স্ত্রী পুষ্পকে নিয়ে কংগ্রেসে আসেন।

খড়্গপুরে বরাবর দাপট রয়েছে কংগ্রেসের। দীর্ঘদিন শহরের বিধায়ক চাচা আর পুরপ্রধান রবিশঙ্কর। কিন্তু ২০১০ সালে ১২টি আসন পেয়ে পুরবোর্ড হাতছাড়া হয় কংগ্রেসের। সে বার জেতে তৃণমূল। তবে সাড়ে তিন বছরের মাথায় অনাস্থায় তৃণমূলকে হারিয়ে ফের ক্ষমতায় আসে কংগ্রেস।

গত লোকসভা নির্বাচনে অবশ্য খড়্গপুর সদর বিধানসভায় চতুর্থ হয় কংগ্রেস। সে বার সর্বাধিক ভোট পায় বিজেপি। এ বারও বিজেপি রেলশহরে কড়া চ্যালেঞ্জ ছুড়বে বলেই ধারণা। তাই অভিজ্ঞ নেতা রবিশঙ্করেই আস্থা রাখছে কংগ্রেস। শহর কংগ্রেস সভাপতি অমল দাস এ দিন বলেন, “রবিশঙ্কর সেই ১৯৯৫ সাল থেকে পুরপ্রধানের দায়িত্ব সামলেছেন। তিনি দক্ষ পুরপ্রধান। আমাদের বিশ্বাস শহরের উন্নয়নের স্বার্থে আমাদের ৩৫ জন প্রার্থীকে জিতিয়ে মানুষ ফের রবিশঙ্করকে পুরপ্রধান করবেন।”

নিজের ২৮ নম্বর থেকেই এ বারও লড়বেন বিদায়ী পুরপ্রধান। এ দিন তিনি বলেন, “আমাদের বর্তমান সব যোগ্য কাউন্সিলরকে প্রার্থী তালিকায় রাখা হয়েছে। প্রাক্তন কিছু কাউন্সিলরকেও আনা হয়েছে। যোগ্যতার বিচারে নতুনদেরও বাছা হয়েছে। আমরা নিশ্চিত শহরবাসী পাশে থাকবেন।”

কংগ্রেসের প্রার্থী তালিকায় তেমন চমক না থাকলেও সত্যেদেও শর্মার কংগ্রেসে যোগদান ঘিরে খড়্গপুরে সাড়া পড়েছে। সত্যদেও নিজে চার বারের কাউন্সিলর। ২০০০ সালে নির্দল কাউন্সিলর হন তাঁর স্ত্রী মীরাদেবী শর্মা। গত বছর ১৯ নম্বর ওয়ার্ড থেকে বাম সমর্থিত বিকাশ মঞ্চের হয়ে জিতেও সত্যদেও অনাস্থার সময় কংগ্রেসের দিকে ঝুঁকেছিলেন। সত্যেদেও শর্মা এ বার নিজের ওয়ার্ড থেকে লড়াই করতে না পারায় ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রতীকে লড়াই করবেন। তাঁর স্ত্রী মীরাদেবী গতবার স্বামীর দখলে থাকা ১৯ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেসের তালিকায় রয়েছে আর এক দম্পতি প্রার্থী। ৩১ নম্বর ওয়ার্ডে যশোদা যাদব ও ৩২ নম্বর ওয়ার্ডে সনাতনলাল যাদব প্রার্থী হয়েছেন। সনাতনবাবু বিদায়ী কাউন্সিলর। আর তাঁর স্ত্রী ২০০৫ সালে কাউন্সিলর ছিলেন। তবে সংরক্ষণের গেরোয় বাদ পড়া ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পারমিতা ঘোষ ও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমরনাথ চট্টোপাধ্যায়ের নাম প্রার্থী তালিকায় নেই। তবে এক সময়ের উপ-পুরপ্রধান গায়েত্রী ভৌমিক ৮ নম্বরে, পুর-পারিষদ উদয় সিংহ ৯ নম্বরে, প্রাক্তন কাউন্সিলর অযোধ্যাপ্রসাদ শঙ্কর২৯ নম্বরে কংগ্রেস প্রার্থী হচ্ছেন। এ ছাড়া আর চার প্রাক্তন কাউন্সিলর কংগ্রেসের প্রার্থী হয়েছেন। বিদায়ী উপ-পুরপ্রধান চিত্তরঞ্জন মণ্ডল নিজের ১০ নম্বর ওয়ার্ডেই প্রার্থী হচ্ছেন। বিদায়ী পুর-পারিষদ কল্যাণী ঘোষের মতো ৭ জন বিদায়ী কাউন্সিলরও পুরনো ওয়ার্ডেই লড়ছেন। ২১ নম্বরের বিদায়ী কাউন্সিলর সুজিত দাসকে ২০ নম্বরে প্রার্থী করেছে কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE