Advertisement
০৭ মে ২০২৪

দুর্দিনে এসএফআই ফিরছে সেই চাঁইপাটে

বাম-আমলে জেলার প্রায় সর্বত্র এসএফআইয়ের একাধিপত্য ছিল। এখন আর সেদিন নেই। গুটিকয়েক এলাকাতেই আগের মতো সংগঠন ধরে রাখতে পেরেছে সিপিএমের ছাত্র সংগঠন। এই এলাকাগুলোর একটি দাসপুর-২ ব্লকের চাঁইপাট। এখন জেলায় একমাত্র চাঁইপাট কলেজের ছাত্র সংসদই রয়েছে এসএফআইয়ের দখলে।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০১:০৭
Share: Save:

বাম-আমলে জেলার প্রায় সর্বত্র এসএফআইয়ের একাধিপত্য ছিল। এখন আর সেদিন নেই। গুটিকয়েক এলাকাতেই আগের মতো সংগঠন ধরে রাখতে পেরেছে সিপিএমের ছাত্র সংগঠন। এই এলাকাগুলোর একটি দাসপুর-২ ব্লকের চাঁইপাট। এখন জেলায় একমাত্র চাঁইপাট কলেজের ছাত্র সংসদই রয়েছে এসএফআইয়ের দখলে। দুর্দিনে তাই দাসপুর- ২ এর এই এলাকাতেই সংগঠনের জেলা সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন।

সংগঠন সূত্রে খবর, আগামী ৫- ৬ সেপ্টেম্বর চাঁইপাটে অনুষ্ঠিত হবে এসএফআইয়ের পশ্চিম মেদিনীপুর জেলার ৩৩ তম সম্মেলন। ইতিমধ্যে এর প্রস্তুতিও শুরু হয়েছে। নিহত ছাত্র নেতা সুদীপ্ত গুপ্তের নামে সম্মেলনমঞ্চের নামকরণ করা হবে। এ বারের স্লোগান, ‘প্রতিরোধ করো রাজ্যে নৈরাজ্য, পুনরুদ্ধার করো গণতান্ত্রিক অধিকার।’

এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “এ বার সংগঠনের জেলা সম্মেলন চাঁইপাটে হবে।” ‘গড়’ ধরে রাখার তাগিদ থেকেই কি দাসপুর- ২ এর ওই এলাকায় জেলা সম্মেলন করার সিদ্ধান্ত? সৌগতর জবাব, “এটা সাংগঠনিক সিদ্ধান্ত। আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বস্তুত, সিপিএমের গণ-সংগঠনগুলোর জেলা সম্মেলন এক সময়ে সাধারণত শহরাঞ্চলেই হত। পরে অবশ্য পরিস্থিতি পাল্টায়। রাজ্যে পালাবদলের পরে গতবার যেমন এসএফআইয়ের জেলা সম্মেলন ডেবরায় অনুষ্ঠিত হয়। কেন চাঁইপাটে জেলা সম্মেলন করার সিদ্ধান্ত নিতে হয়েছে এসএফআইকে? রাজনৈতিক মহলের বক্তব্য, রাজ্যে পালাবদলের পরেও জেলার যে ক’টি এলাকায় মাটি কামড়ে পড়ে থেকেছে সিপিএমের ছাত্র সংগঠন, তারমধ্যে এই এলাকা অন্যতম। এ বার, তার আগের বারও চাঁইপাট কলেজের ছাত্র সংসদ দখল নিতে মরিয়া হয়ে উঠেছিল টিএমসিপি। এমনকী, গতবার এক সময়ে পুনর্গণনার দাবিও জানিয়ে ছিল তারা। শেষমেশ অবশ্য পুলিশের ধমক খেয়ে পিছিয়ে আসে। ছাত্র সংসদের ক্ষমতায় আসে এসএফআই। এ বারও এসএফআইয়ের জয়ের ধারা অব্যাহত। ১৫টি আসনের সবক’টিই পেয়েছে সিপিএমের ছাত্র সংগঠন।

কেন দুর্দিনে চাঁইপাট ধরে রাখতে পারছে এসএফআই? চেষ্টা করেও টিএমসিপি তেমন সুবিধে করে উঠতে পারছে না? দলের এক সূত্রের ব্যাখ্যা, চাঁইপাটে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। কলেজের মধ্যে যেমন প্রচারের সুযোগ রয়েছে, তেমন ছাত্রছাত্রীরাও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে পারেন। এলাকায় সংগঠনের কাজকর্ম দেখভাল করেন এসএফআইয়ের দাসপুর-২ জোনাল কমিটির সম্পাদক বিমল দাস। সংগঠনের জেলা কমিটিরও সদস্য। ওই সূত্রের দাবি, সারা বছর ছাত্রছাত্রীদের পাশে থাকলে যে ভোটে জেতা নিয়ে ভাবতে হয় না, চাঁইপাট তা দেখিয়ে দিয়েছে। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগতও মানছেন, “ওখানে (চাঁইপাটে) গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। ছাত্র সংগঠনগুলো যে যার মতো করে কাজ করতে পারে। নিজেদের বক্তব্য ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারে।” তাঁর দাবি, “চাঁইপাটের মতো সংগঠন জেলার বেশ কিছু এলাকায় আমাদের আছে। তবে সেখানে গণতান্ত্রিক পরিবেশ নেই। আমরা কলেজের বাইরে- ভিতরে প্রচার করার সুযোগই পাই না। তাই টিএমসিপি গায়ের জোরে ছাত্র সংসদগুলোর দখল নিতে পারে।” জেলার বিভিন্ন এলাকার প্রতিনিধিরা জেলা সম্মেলনে যোগ দেবেন। থাকবেন এসএফআইয়ের রাজ্য নেতৃত্বও। দলের এক সূত্রের দাবি, এ বার সংগঠন পুনর্গঠনে ‘নতুন মুখের’ উপরেই জোর দেওয়া হবে।

জেলা সম্মেলনে আগত প্রতিনিধিদের ঠিক কী কী পরামর্শ দেওয়া হতে পারে? দলীয় সূত্রে খবর, পরিস্থিতি যে এখনও প্রতিকূল তা মেনেই গোপনে কাজ করার পরামর্শ দেওয়া হতে পারে প্রতিনিধিদের। জানানো হতে পারে, জেলা কমিটির সদস্যদের পরিবর্তীত পরিস্থিতিতে কাজের ধারা রপ্ত করতে হবে। গোপনে এবং প্রকাশ্যে দুই ধরনের সাংগঠনিক কাজ করাই শিখতে হবে। বিভিন্ন ঘটনায় তাত্‌ক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। এসএফআইয়ের এক জেলা নেতা মানছেন, “পরিস্থিতি এখনও প্রতিকূল। তবে আন্দোলন থেমে থাকতে পারে না। আমাদের মাথার উপরে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের ছত্রছায়া আর নেই। তাতে কি? অন্যায় দেখলে প্রতিবাদ হবেই। তাত্‌ক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। যাতে জনমানসে তার প্রভাব পড়ে।” ওই ছাত্র নেতার কথায়, “পেরিয়ে আসা চার বছরের বেশির ভাগটাই সন্ত্রাস ও প্রতিকূলতা মোকাবিলা করে এগোতে হয়েছে। তাই হয়তো সর্বত্র সাংগঠনিক কাজকর্মের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। মাঝেমধ্যে তা ব্যাহত হয়েছে।” সংগঠনে নতুন চিন্তার প্রয়োগ ঘটানোর প্রয়োজনীয়তা রয়েছে বলেও মানছেন এসএফআইয়ের ওই জেলা নেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SFI Chaipat College TMCP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE