Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ছুরি মেরে ছিনতাই লক্ষাধিক টাকা

ফের ছিনতাই হলদিয়ায়। ৪১ নম্বর জাতীয় সড়কের উপর সিটি সেন্টার এলাকায় এক ব্যক্তিকে ছুরি মেরে সাড়ে চার লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। একটি বেসরকারি পরিবহণ সংস্থার ওই কর্মী জখম অবস্থায় দুর্গাচকের নার্সিংহোমে চিকিৎসাধীন।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:৩০
Share: Save:

ফের ছিনতাই হলদিয়ায়। ৪১ নম্বর জাতীয় সড়কের উপর সিটি সেন্টার এলাকায় এক ব্যক্তিকে ছুরি মেরে সাড়ে চার লক্ষ টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। একটি বেসরকারি পরিবহণ সংস্থার ওই কর্মী জখম অবস্থায় দুর্গাচকের নার্সিংহোমে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, সিটি সেন্টার মোড়ে ওই পরিবহণ সংস্থার অফিস। সেখান থেকে কিছুটা দূরে ভবানীপুরের গ্রিনকাটার কাছে তাদের পণ্য বোঝাই ট্রাক ও লরি দাড়িয়ে থাকে। রবিবার রাতে তাদের ৩২ টি গাড়ি দাঁড়িয়েছিল। নিয়ম মতো এ দিনও রাত সাড়ে ৯টা নাগাদ রাজেশ কুমার নামে ওই কর্মী অফিস থেকে হেঁটে যাচ্ছিলেন লরি চালকদের হাতে টাকা তুলে দিতে।

সিটি সেন্টার মোড়ের কাছে কয়েকজন দুষ্কৃতী রাজেশ কুমারের হাতে থেকে টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। তিনি ব্যাগ ছাড়তে না চাওয়ায় এক দুষ্কৃতী পিছনে থেকে ছুরি চালায়। অন্যরা ব্যাগ নিয়ে চম্পট দেয়। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। তাই রাস্তায় লোকজন কম ছিল বলে জান গিয়েছে। সেই সুযোগ কাজ লাগিয়েই দুষ্কৃতীরা ছিনতাই করেছে বলে পুলিশের অনুমান।

ওই সংস্থার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ সিংহ জানান, ঘটনা দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত গত ১৫মে ভবানীপুর থানার বাড়ঘাসিপুর একটি বাড়ি থেকে প্রায় পাঁচ ভরি সোনার গয়না ও নগদ ২৩ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার করেছে। ফের একই এলাকায় ডাকাতির ঘটনা উদ্বিগ্ন বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Snatching Haldia City center Rajesh Kumar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE