নির্বাচনী প্রচারের প্রস্তুতি নিয়ে তমলুক পুরসভার তৃণমূল প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। মঙ্গলবার বিকেলে তমলুক শহরের মানিকতলায় বিধায়ক কার্যালয়ে পুরসভার ২০ টি ওয়ার্ডের দলীয় প্রার্থী ও শহরের তৃণমূল নেতাদের নিয়ে এক বৈঠক ডাকেন সৌমেনবাবু।
এ দিন ওই বৈঠকে পুরসভার নির্বাচনে দলের প্রার্থীদের সমর্থনে প্রচার কৌশল ছাড়াও তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানো দলের বিক্ষুদ্ধদের বিরুদ্ধে প্রচার চালানোর বিষয়ে আলোচনা করেন। বৈঠকে তৃণমূলের কয়েকজন প্রার্থী এইসব বিক্ষুদ্ধদের বিরুদ্ধে দলীয়ভাবে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন। সৌমেনবাবু বলেন, ‘‘সাংসদ শুভেন্দুবাবু এ বিষয়ে ইতিমধ্যে দলের কড়া অবস্থানের কথা জানিয়েছেন। দলীয়ভাবে এদের বিরুদ্ধে প্রচার চালানো হবে।’’
দলীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সৌমেনবাবুর উপস্থিতিতে দলীয় বৈঠকে পুরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের জন্য তৃণমূল পরিচালিত পুরবোর্ড গত পাঁচ বছরে যেসব উন্নয়ন কাজ করেছে তাঁর বিবরণ ছাড়াও তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীর সাংসদ এলাকা উন্নয়ন তহবিল এবং হলদিয়া উন্নয় পর্ষদের মাধ্যমে যেসব উন্নয়ন কাজ করেছেন ও তমলুকের বিধায়ক হিসেবে মন্ত্রী সৌমেন মহাপাত্র তমলুক শহরের উন্নয়নে যেসব কাজ করেছেন তাঁর তথ্য দিয়ে প্রতিটি ওয়ার্ডে প্রচার চালানোর জন্য বলা হয়েছে। উল্লেখ্য, তমলুক পুরসভার দলীয় প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার থেকেই প্রচার শুরু করেছেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী।