শিশুর নিরাপত্তা ও সুরক্ষায় সব স্কুলে কমিটি গড়ার নির্দেশ দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। মাস দু’য়েক আগে এই নির্দেশ দেওয়া হলেও পশ্চিম মেদিনীপুরের সব স্কুলে এখনও এই কমিটি গড়ে ওঠেনি। শিকেয় শিশুদের নিরাপত্তা।
সে কথা স্বীকার করছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নারায়ণ সাঁতরা। তিনি বলছেন, “বেশ কিছু স্কুলে ওই কমিটি হয়নি জানি। আগামী শিক্ষাবর্ষের শুরুতেই যাতে কমিটি হয় তা নিশ্চিত করতে বলা হবে।”
মাস খানেক আগে কলকাতার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনে চার বছরের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে। এর পরেই স্কুলগুলোয় নিরাপত্তা বাড়ানোর নতুন নির্দেশিকা জারি হয়। এই ঘটনার অনেক আগেই অবশ্য শিশুর নিরাপত্তা ও সুরক্ষায় সব স্কুলে কমিটি গড়া নিয়ে স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা জারি করেছে।