Advertisement
০৯ মে ২০২৪

দুর্ঘটনায় মৃত্যু তিন জনের

পৃথক তিনটি দুর্ঘটনায় পূর্ব মেদিনীপুরে মৃত্যু হল তিন জনের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ০১:৫৭
Share: Save:

পৃথক তিনটি দুর্ঘটনায় পূর্ব মেদিনীপুরে মৃত্যু হল তিন জনের।

প্রথম দুর্ঘটনা ঘটেছে শনিবার সকালে মারিশদা থানার দইসাইতে। মোটরবাইকে চেপে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দশ চাকার লরির ধাক্কায় মারা গেলেন এক ব্যক্তি। মৃত সুধাংশু আচার্য(৪৪) এগরা থানার আলিপুরের বাসিন্দা। জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ ওই ব্যক্তির বাইককে ধাক্কা মারে একটি দশ চাকার লরি। টনাস্থলেই সুধাংশুবাবুর মৃত্যু হয়। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা দিঘা-কলকাতা পথ অবরোধ করেন। মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবশেষে অবরোধ তোলে।

দ্বিতীয় দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে হলদিয়ার বালুঘাটা হাসপাতাল রোডে। তিন বন্ধু বাইক চালিয়ে যাওযার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে গাছে। ঘটনাস্থলেই মারা যান শুভ্রজিৎ দে (২৩) নামে এক যুবক। আর তার দুই বন্ধু গুরুতর জখম অবস্থায় বালুঘাটার বি সি রায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আর বৃহস্পতিবার বিকেলে নন্দকুমারের দক্ষিণ ধলহরা গ্রামের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। স্বামীর সঙ্গে মোটরবাইক চেপে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয়ন্তী মহাপাত্র (৪২) নামে এক মহিলার। তিনি তমলুকের উদয়পুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে স্বামীর সঙ্গে বাইক চেপে নন্দকুমার বাজারে যাচ্ছিলেন। পথে হঠাৎই বাইক থেকে প়ড়ে যান ওই মহিলা। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতালে। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

three accidents people
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE