Advertisement
১৮ মে ২০২৪

অ্যাডমিট বিভ্রাট, বিক্ষোভে দেরিতে শুরু বৃত্তি পরীক্ষা

অ্যাডমিট কার্ড বিভ্রাট এবং তার জেরে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভে দুই মেদিনীপুরেই জটিলতা দেখা গেল অষ্টম শ্রেণির জাতীয় বৃত্তি এবং দশম শ্রেণির জাতীয় মেধা অনুসন্ধান পরীক্ষায়। বিক্ষোভের জেরে ঘাটালের বিদ্যাসাগর হাইস্কুলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে পরীক্ষা শুরু হয়। অ্যাডমিট কার্ড না পাওয়ায় রবিবার পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা ওই স্কুলে বিক্ষোভ দেখায়।

ঘাটালে অভিভাবকদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

ঘাটালে অভিভাবকদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল ও তমলুক শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ০০:২০
Share: Save:

অ্যাডমিট কার্ড বিভ্রাট এবং তার জেরে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভে দুই মেদিনীপুরেই জটিলতা দেখা গেল অষ্টম শ্রেণির জাতীয় বৃত্তি এবং দশম শ্রেণির জাতীয় মেধা অনুসন্ধান পরীক্ষায়।

বিক্ষোভের জেরে ঘাটালের বিদ্যাসাগর হাইস্কুলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে পরীক্ষা শুরু হয়। অ্যাডমিট কার্ড না পাওয়ায় রবিবার পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা ওই স্কুলে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা স্কুলে ভাঙচুরেরও চেষ্টা চালায়। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকের হ্যামিল্টন হাইস্কুলের পরীক্ষা গ্রহণ কেন্দ্রেও অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যার জেরে দেরিতে পরীক্ষা শুরু হয়। যদিও ঘাটালের স্কুল পরিদর্শক (মাধ্যমিক) শ্রীকান্ত দোলই বলেন, “সব পরীক্ষার্থীই পরীক্ষা দিয়েছে। কিছু সমস্যার কারণে পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু হয়। তবে পরীক্ষায় কোনও সমস্যা হয়নি।”

শিক্ষা দফতর সূত্রে খবর, ওই পরীক্ষায় বসার জন্য আবেদনের পর প্রথমে অনলাইন পদ্ধতিতে অ্যাডমিট কার্ড সংগ্রহের জন্য বলা হয়। তবে গত ৩১ অক্টোবর শিক্ষা দফতর নতুন নির্দেশিকায় জানায়, অনলাইনে নয়, পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ কেন্দ্র থেকে হাতে হাতে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। এ দিন সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষাকেন্দ্রগুলিতে নতুন অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু হয়। কিন্তু অনেক ছাত্র-ছাত্রী ও অভিভাবক এই নির্দেশিকার কথা জানতে না পারায় সমস্যা তৈরি হয়। ফলে অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন, এমন অনেক পরীক্ষার্থীও পরীক্ষা গ্রহণ কেন্দ্রে এসে জানতে পারেন, তাঁদের ফের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দফতরের এক কর্তার কথায়, “পরীক্ষার কয়েক দিন আগে নতুন নিয়ম চালু হওয়ায়, তা সব স্কুলকে জানানো যায়নি। ফলে পরীক্ষার্থীরা অ্যাডমিট সংগ্রহ করতে পারেনি।” তিনি বলেন, “ঘাটালের বিদ্যাসাগর হাইস্কুলে এ দিন ক্যাম্প করে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়। তবে পরীক্ষা শুরুর আগে সবাইকে অ্যাডমিট কার্ড দেওয়া শেষ না হওয়ায় গণ্ডগোল হয়। তবে অ্যাডমিট কার্ডের ছবি প্রত্যয়িত করা না থাকলেও সকল পরীক্ষার্থীকেই পরীক্ষা দিতে দেওয়া হয়। পরে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের ছবি সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক প্রত্যয়িত করে দেবেন।”

এ দিন পূর্ব মেদিনীপুরের পাঁচটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে অষ্টম ও দশম শ্রেণি মিলিয়ে মোট প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষা দিয়েছে। তমলুকের হ্যামিল্টন হাইস্কুল, ডিমারি হাইস্কুল, হলদিয়া পুনর্বাসন বিদ্যালয়, কাঁথি হাইস্কুল ও এগরা ঝাটুলাল হাইস্কুলে পরীক্ষা নেওয়া হয়। এ দিন সকালে তমলুক হ্যামিল্টন হাইস্কুলে অনেক পরীক্ষার্থী পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগে অ্যাডমিট কার্ড না পাওয়ায় তাঁদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এ নিয়ে স্কুল চত্বরে উত্তেজনাও তৈরি হয়। পরে জেলা শিক্ষা দফতরের আধিকারিকদের কাছ থেকে পরীক্ষায় বসার আশ্বাস পেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। হ্যামিল্টন হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের অ্যাডমিট কার্ড দেওয়ার পর সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হয় বলে স্কুল সূত্রে জানা গিয়েছে।

বৃত্তি পরীক্ষার্থীদের নতুন অ্যাডমিট কার্ড দেওয়ার জেরে পরীক্ষা কিছুটা দেরিতে হওয়ার কথা স্বীকার করে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রবিকান্ত সিমলাই অবশ্য বলেন, “এ দিন সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষা কেন্দ্রে নতুন অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল। কিছু ছাত্রছাত্রীকে অ্যাডমিট কার্ড দিতে দেরি হওয়ায় পরীক্ষার সময় কিছুটা পিছিয়েছে। এ ছাড়া সমস্যা হয়নি। সব পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নেই পরীক্ষা সম্পন্ন হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

admit card ghatal scholarship exam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE