Advertisement
০৬ মে ২০২৪

রক্তদান শিবিরের আয়োজন, বিতর্কে তাপস

ভোটের আগে রক্তদান শিবিরের আয়োজন করে বিতর্কে জড়ালেন কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তাপস সিংহ। নিজে একজন নির্বাচন প্রার্থী হয়ে এই শিবির করায় তাপসবাবুর বিরুদ্ধে নিবার্চনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তৃণমূল। সোমবার এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।

রক্তদান শিবিরে রক্তদাতাদের সঙ্গে সিপিএম প্রার্থী তাপস সিংহ।

রক্তদান শিবিরে রক্তদাতাদের সঙ্গে সিপিএম প্রার্থী তাপস সিংহ।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৪ ০১:৪৬
Share: Save:

ভোটের আগে রক্তদান শিবিরের আয়োজন করে বিতর্কে জড়ালেন কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তাপস সিংহ। নিজে একজন নির্বাচন প্রার্থী হয়ে এই শিবির করায় তাপসবাবুর বিরুদ্ধে নিবার্চনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তৃণমূল। সোমবার এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে।

সোমবার কাঁথি শহরের বীরেন্দ্র স্মৃতি সৌধে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন তাপসবাবু। রক্তের অভাব দূর করতে রক্তদান শিবিরের আয়োজন তাঁদের কর্মসূচির মধ্যেই ছিল।

দক্ষিণ কাঁথির তৃণমূল বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, “ভোটের প্রার্থী রাজনৈতিক কর্মসূচির বাইরে ভোটারদের প্রভাবিত করার মতো কোনও কিছুতে যোগ দিতে পারেন না। তাপসবাবু ভোটের প্রার্থী হয়েও এই কাজ করে নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন।” তাপসবাবুর কথায়, “রক্তদান বিষয়টি পুরোপুরি মানবিক। এর সঙ্গে নির্বাচন বিধিভঙ্গের কোনও যোগই নেই।” এ ব্যাপারে কাঁথির মহকুমাশাসক ও সহকারী রিটার্নিং অফিসার সরিৎ ভট্টাচার্যের সঙ্গে তিনি জানান, “অভিযোগপত্র ও রক্তদান শিবিরের ভিডিও রেকর্ডিং করে জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।” বিষয়টি নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিস্তারিত নিয়ম কানুন জানতে চাওয়া হয়েছে। ছবি: সোহম গুহ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE