Advertisement
০৫ মে ২০২৪

লগ্নি সংস্থার বিরোধিতায় প্রশাসনের দ্বারস্থ এজেন্টরা

একের পর এক অর্থলগ্নি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। গ্রাহকদের প্রতারণার অভিযোগও উঠছে এজেন্টদের বিরুদ্ধে। এ বার অবৈধ অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন এজেন্টরা। সোমবার ডেবরার বিডিও অফিসে জমায়েত করে অভিযোগ জমা দিল অল বেঙ্গল ফিনান্সিয়াল এজেন্ট অ্যাসোশিয়েশন। এ দিন থেকে শুরু হওয়া এই কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে পালন করার পরিকল্পনা নিয়েছে ওই সংগঠন। মূলত গ্রাহকেরা তাঁদের টাকা ফেরত না পাওয়ায় চাপের মুখে পড়েছেন এজেন্টরাও। তার প্রতিবাদেই এই বিক্ষোভ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৪ ০২:১৩
Share: Save:

একের পর এক অর্থলগ্নি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। গ্রাহকদের প্রতারণার অভিযোগও উঠছে এজেন্টদের বিরুদ্ধে। এ বার অবৈধ অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন এজেন্টরা। সোমবার ডেবরার বিডিও অফিসে জমায়েত করে অভিযোগ জমা দিল অল বেঙ্গল ফিনান্সিয়াল এজেন্ট অ্যাসোশিয়েশন। এ দিন থেকে শুরু হওয়া এই কর্মসূচি পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে পালন করার পরিকল্পনা নিয়েছে ওই সংগঠন। মূলত গ্রাহকেরা তাঁদের টাকা ফেরত না পাওয়ায় চাপের মুখে পড়েছেন এজেন্টরাও। তার প্রতিবাদেই এই বিক্ষোভ।

সংগঠন সূত্রে জানা গিয়েছে, সারদা কাণ্ডের পর থেকেই একের পর এক সংস্থা পাততাড়ি গুটিয়ে নিয়েছে। এছাড়াও বহু সংস্থার অফিস খোলা থাকলেও সেখানে হন্যে হয়ে ঘুরেও মেয়াদ উত্তীর্ণ টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। এই পরিস্থিতিতে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে এজেন্টদের। এমনকী কয়েকজন এজেন্টও স্বল্প সময়ে টাকা দ্বিগুণের আশায় লগ্নি করেছিলেন। তাঁরাও এখন সর্বস্বান্ত। এই পরিস্থিতিতে সমস্ত সংস্থার মালিকদের খুঁজে বের করে টাকা ফেরতের দাবি তুলছেন এজেন্টরা।

এ দিন সংস্থার তরফে ডেবরা ব্লক থেকে নিরাপত্তার দাবি জানিয়ে অভিযোগপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হল। এজেন্ট সংগঠনের জেলা সম্পাদক শেখ রেজাউল করিম বলেন, “প্রতিটি ব্লক, মহকুমা ও সবশেষে জেলায় এই অভিযোগপত্র জমা দেওয়ার কর্মসূচি পালন করা হবে। আমরাও অর্থলগ্নি সংস্থার থেকে প্রতারিত। কিন্তু আমরা যেহেতু গ্রাহকদের টাকা রাখার পরামর্শ দিয়েছি তাই মালিকপক্ষকে না পেয়ে আমাদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে। তার প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি।” ডেবরা ব্লকের বিডিও জয়ন্ত দাস বলেন, “আমি ওই এজেন্টদের সমস্যা হলে জানাতে বলেছি। তবে এটা তো রাজ্যের সার্বিক সমস্যা। তাই ওঁদের অভিযোগপত্র জেলাস্তরে পাঠাবো।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE