Advertisement
১৮ মে ২০২৪

সন্তুষ্ট মোদী, উড়লেন অন্ডাল থেকে

সূচি অনুযায়ী অন্ডালে নামলেন। সন্তোষও প্রকাশ করলেন। তার পর বিমানে উড়েও গেলেন। কিন্তু দিল্লি ফেরার তাড়ায় ‘প্রথম যাত্রী’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ মিনিটও ঘুরে দেখলেন না নতুন টার্মিনাল। এটুকুই যা আক্ষেপ বিমানবন্দর কর্তৃপক্ষের। তবে তা বাদ নিয়ে বাকিটা ঠিকঠাক উতরে যাওয়ায় খুশি অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ। বলা হচ্ছে, ভারতের বিমান পরিবহণ ইতিহাসে এ এক নতুন সূচনা।

প্রথম যাত্রী। অন্ডাল থেকে দিল্লি রওনা হওয়ার আগে। ছবি: বিশ্বনাথ বণিক

প্রথম যাত্রী। অন্ডাল থেকে দিল্লি রওনা হওয়ার আগে। ছবি: বিশ্বনাথ বণিক

সুনন্দ ঘোষ
অন্ডাল শেষ আপডেট: ১১ মে ২০১৫ ০৪:০৬
Share: Save:

সূচি অনুযায়ী অন্ডালে নামলেন। সন্তোষও প্রকাশ করলেন। তার পর বিমানে উড়েও গেলেন। কিন্তু দিল্লি ফেরার তাড়ায় ‘প্রথম যাত্রী’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ মিনিটও ঘুরে দেখলেন না নতুন টার্মিনাল। এটুকুই যা আক্ষেপ বিমানবন্দর কর্তৃপক্ষের।

তবে তা বাদ নিয়ে বাকিটা ঠিকঠাক উতরে যাওয়ায় খুশি অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ। বলা হচ্ছে, ভারতের বিমান পরিবহণ ইতিহাসে এ এক নতুন সূচনা। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে তৈরি ভারতের প্রথম বিমানবন্দর এটি। লাইসেন্স পাওয়ার পরে প্রধানমন্ত্রীর বিশেষ বিমানের জন্য এই প্রথম ব্যবহার হল অন্ডাল বিমানবন্দর। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে ছিল প্রধানমন্ত্রীর অন্ডাল সফর।

বিমানবন্দরে বসানো যে যন্ত্র আকাশ থেকে বিমানকে পথ দেখিয়ে নামিয়ে আনে বিমানবন্দরে, অন্ডালের সেই ভেরি-হাই ফ্রিকোয়েন্সি ওমনি ডাইরেকশানাল রেডিও রেঞ্জ (ভিওআর) ছাড়পত্র আটকে ছিল শুক্রবার বিকেল পর্যন্ত। যন্ত্রটি বসানো ছিল আগেই। বিমানবন্দরে নামতে গেলে আকাশের কোন পথ দিয়ে এসে বিমানকে কখন নামতে শুরু করতে হবে, বিমানবন্দরের অবস্থানটি ঠিক কোথায়, তা জানিয়ে দেয় এই ভিওআর। এই যন্ত্র ব্যবহারের অনুমতি না পেলে বিমান ওঠানামা করা মুশকিল। প্রধানমন্ত্রী ফেরার পথে অন্ডাল বিমানবন্দর হয়ে ফিরবেন এমনটা ঠিক হওয়ার পরে নড়েচড়ে বসেন বিমানবন্দর কর্তৃপক্ষ। বাকি সব আয়োজন ঠিক হলেও পাওয়া যাচ্ছিল না ভিওআর ব্যবহারের অনুমতি। শুক্রবার রাতে দিল্লির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) থেকে ছাড়পত্র আসার পরে হাঁফ ছেড়ে বেঁচেছেন অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

রবিবার দুপুরে সূচি অনুযায়ী অন্ডালে নেমেছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের কর্তাদের আশা ছিল, হেলিকপ্টার থেকে নেমে বিমানে ওঠার মধ্যে অন্তত পাঁচ মিনিটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার নতুন টার্মিনাল ঘুরে দেখবেন। কিন্তু, মোদী সে পথ মাড়াননি। অন্ডাল বিমানবন্দরের অন্যতম কর্তা পার্থ ঘোষ জানান, নতুন এই বিমানবন্দর নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, দিল্লি ফেরার তাড়া ছিল বলেই তিনি এ দিন টার্মিনাল ঘুরে দেখার সময় পাননি।

রবিবার সকালে কলকাতা থেকে বায়ুসেনার হেলিকপ্টারে মোদী বার্নপুর উড়ে যান। বায়ুসেনার যে বোয়িং বিজনেস জেট বিমানে মোদী শনিবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় নামেন, সেটি শনিবার রাত কলকাতায় কাটিয়ে রবিবার সকাল সাড়ে দশটায় নামে অন্ডালে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কয়েক জনকে ওই বিমানবন্দরে নামিয়ে দিয়ে যায় বায়ুসেনার একটি হেলিকপ্টার। স্থানীয় কিছু মানুষও এ দিন বিমানবন্দরের বাইরে প্রধানমন্ত্রীর বিমান ও হেলিকপ্টার দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। নিরাপত্তার যা কড়াকড়ি ছিল তাতে অবশ্য বিমানবন্দরের টার্মিনালের ধারেকাছে কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE