Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মমতাকে সমর্থন রোশনের

শুক্রবার নিজের তৈরি দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বিবৃতি দিয়ে তিনি জানান, চিঠি দিয়ে সে কথা মুখ্যমন্ত্রীকে জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজনে এই নিয়ে আলোচনায় বসতেও তিনি তৈরি।

মোর্চা নেতা রোশন গিরি।

মোর্চা নেতা রোশন গিরি।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২৮
Share: Save:

সাম্প্রতিক পাহাড় সফরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি গোর্খা জাতিসত্তাকে রক্ষা করতে চান। একই সঙ্গে পাহাড়ে স্থায়ী সমাধানের পথ খুঁজতেও যে তিনি তৈরি, জানিয়েছিলেন সে কথাও। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানালেন গোর্খা জনমুক্তি মোর্চার ফেরার নেতা রোশন গিরি। শুক্রবার নিজের তৈরি দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বিবৃতি দিয়ে তিনি জানান, চিঠি দিয়ে সে কথা মুখ্যমন্ত্রীকে জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজনে এই নিয়ে আলোচনায় বসতেও তিনি তৈরি।

রোশন তাঁর বিবৃতিতে লিখেছেন, জিটিএ বা ডিজিএইচসি, কোনওটিই পাহাড়বাসীর চাহিদা পূরণ করতে পারেনি। রোশনের বক্তব্য, মুখ্যমন্ত্রীর এ বারের কথা থেকে পরিষ্কার, এটা তিনিও বুঝতে পেরেছেন। এই অবস্থায় যদি স্থায়ী সমাধানের জন্য কোনও আলোচনা শুরু হয়, তা হলে তিনি তাতে যোগ দিতে রাজি আছেন।

রোশনের এই বিবৃতিকে অবশ্য তৃণমূল বা বিনয় তামাং শিবির, কেউই বিশেষ গুরুত্ব দিচ্ছে না। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব জানান, সোশ্যাল মিডিয়ায় দেওয়া কারও বিবৃতি নিয়ে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘‘বিশদে খতিয়ে দেখে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরে জানাব।’’ যদিও তৃণমূলের পাহাড় শাখার সভাপতি লালবাহাদুর রাই রোশনদের কটাক্ষ করে বলেন, ‘‘বন্‌ধ ডেকে পাহাড়বাসীকে বিপাকে ফেলে গা ঢাকা দিয়েছিলেন। বিস্তর চেষ্টা মুখ্যমন্ত্রী পাহাড়ে শান্তি ফিরিয়ে উন্নয়নে গতি এনেছেন। ওঁরা এখন শান্তি ফেরার পরে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। এতই যদি সদিচ্ছা থাকে, তা হলে আইন মেনে আদালতে গিয়ে আত্মসমর্পণ করুন।’’

বিনয় তামাং শিবিরেরও একই বক্তব্য। তাদের পক্ষে মোর্চার প্রচার সচিব সুরজ শর্মা জানান, আইন ভেঙে গা ঢাকা দিয়ে বসে পাহাড়ে ফের অশান্তি ছড়ানোর কোনও চেষ্টাই পাহাড়বাসী বরদাস্ত করবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Roshan Giri Mamata Banerjee Binay Tamang
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE