Advertisement
২০ মে ২০২৪

জিটিএতে আরও রদবদল

নবান্নের এক কর্তা বলেন, ‘‘জিটিএ-তে বিশেষ অডিট শুরু হয়েছে। এর পরে গোর্খা জনমুক্তি মোর্চার ক্ষমতায় থাকা পাহাড়ের তিনটি পুরসভাতেও আয়-ব্যয়ের হিসেব হবে। সেই কারণেই বাড়তি অফিসার দেওয়া হল।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ০৪:০৪
Share: Save:

পুলিশে এর মধ্যেই রদবদল হয়েছে। জিটিএ-র প্রিন্সিপ্যাল সেক্রেটারি রবিইন্দর সিংহকেও সরানো হয়েছে। বিশেষ অডিটে বসেছে ছ’সদস্যের দল। এ বারে জিটিএ-র সচিব স্তরে আরও রদবদল করল নবান্ন। বুধবার এক প্রশাসনিক নির্দেশে জানানো হয়েছে, জিটিএ-র সচিব ডনবস্কো লেপচাকে সরিয়ে ওই পদে পাঠানো হল সি মুরুগানকে। তাঁকে সাহায্য করতে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের (এসজেডিএ) সিইও দীপাপ প্রিয়াকে জিটিএ-র এগজিকিউটিভ ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

নবান্নের এক কর্তা বলেন, ‘‘জিটিএ-তে বিশেষ অডিট শুরু হয়েছে। এর পরে গোর্খা জনমুক্তি মোর্চার ক্ষমতায় থাকা পাহাড়ের তিনটি পুরসভাতেও আয়-ব্যয়ের হিসেব হবে। সেই কারণেই বাড়তি অফিসার দেওয়া হল।’’

প্রশাসনিক সূত্রে বলা হচ্ছে, এক দিকে দার্জিলিঙের পুলিশ সুপার এবং দুই থানার আইসি-কে বদলি করে এবং তিন আইপিএস-কে পাহাড়ে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়ে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে চাপ তৈরি করা হচ্ছে মোর্চার উপরে। এর পাশাপাশি জিটিএ-তে প্রশাসনিক অধিকার বাড়াতে সেখানে সেখানে আরও বেশি সংখ্যক অফিসারের ব্যবস্থাও করছে রাজ্য।

২০০৭-এর ব্যাচের আইএএস মুরুগান কড়া অফিসার হিসেবেই পরিচিত। ঠিক যে ভাবে সিদ্ধিনাথ গুপ্ত, জাভেদ শামিম এবং অজয় নন্দাকে পাহাড়ে পাঠিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে, এ ক্ষেত্রেও তাই হল, বলছেন প্রশাসনের অনেকেই। একই সঙ্গে এর ফলে জিটিএ-তে নিজেদের রাশ আরও বাড়াল রাজ্য।
এক মাসের মধ্যে জিটিএ-র মেয়াদ শেষ হবে। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, তিনি অগস্টের মধ্যে ভোটপর্ব শেষ করতে চান। কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যদি তা পিছোতে হয়, তা হলে জিটিএ-র রাশ যাতে নিজেদের হাতে থাকে, তারই ব্যবস্থা করছে নবান্ন— এমনই বলছেন প্রশাসনের অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE