Advertisement
১৬ মে ২০২৪

লক্ষ্ণণ-বিতর্ক ঘোরালো কংগ্রেসে

আপাতত দলহীন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠকে দলে নেওয়ার প্রস্তাব ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হল কংগ্রেসের অন্দরে! দু’দিন আগেই কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে লক্ষ্ণণবাবুর নাম না করে তাঁর মতো কাউকে দলে জায়গা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

লক্ষ্মণ শেঠ। —ফাইল চিত্র।

লক্ষ্মণ শেঠ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০৩:১৮
Share: Save:

আপাতত দলহীন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠকে দলে নেওয়ার প্রস্তাব ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হল কংগ্রেসের অন্দরে! দু’দিন আগেই কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে লক্ষ্ণণবাবুর নাম না করে তাঁর মতো কাউকে দলে জায়গা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। দলের আরও কিছু নেতারও একই মত। কংগ্রেসের অন্দরে এমন ক্ষোভের কথা জেনে লক্ষ্ণণবাবু যোগাযোগ করেছেন বিরোধী দলনেতার সঙ্গে। কথা হয়েছে বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি-র নেতা গৌরব গগৈ এবং প্রদেশ কংগ্রেসের সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্যের সঙ্গেও। প্রদীপবাবু বলেন, ‘‘উনি বেশ কয়েক বারের প্রাক্তন সাংসদ। তাঁর বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে দিল্লির মতামত প্রয়োজন।’’ নিজের মত থেকে সরে না এসেই মান্নানের বক্তব্য, ‘‘আমি কারও নাম করে কিছু বলছি না। কিন্তু সিপিএমের বদনাম হয়েছে যাঁদের জন্য, যাঁদের নিয়ে নানা অভিযোগ ও বিতর্ক আছে, তাঁদের জায়গা কংগ্রেসে হওয়া উচিত বলে মনে করি না!’’ গৌরব ও লক্ষ্মণবাবু এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে লক্ষ্ণণবাবুর ঘনিষ্ঠ এক নেতার মন্তব্য, ‘‘ওঁর বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণিত নয়। আর তৃণমূল থেকে আসা লোকজন যদি কংগ্রেসে ফিরে সম্মান পান, অন্য দল থেকে এলে কীসের অসুবিধা?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Laxman Seth Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE