Advertisement
০৪ মে ২০২৪

চাঙড় খসে শিশুর মৃত্যু, জখম বাবা-মা

একটি পুরনো বাড়ির ছাদের একাংশ খসে পড়ে মৃত্যু হল বছর আড়াইয়ের এক শিশুর। নাম অর্ণব পাল। তার বাড়ি রানাঘাট শহরের বিশ্বাস পাড়ায়। রবিবার মাঝরাতের ওই ঘটনায় জখম হয়েছেন শিশুটির বাবা-মাও। অরুণ এবং দীপা পাল নামে ওই দম্পতিকে গুরুতর আহত অবস্থায় রানাঘাট মহকুমার হাসাপাতালে ভর্তি করানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০০:২৪
Share: Save:

একটি পুরনো বাড়ির ছাদের একাংশ খসে পড়ে মৃত্যু হল বছর আড়াইয়ের এক শিশুর। নাম অর্ণব পাল। তার বাড়ি রানাঘাট শহরের বিশ্বাস পাড়ায়। রবিবার মাঝরাতের ওই ঘটনায় জখম হয়েছেন শিশুটির বাবা-মাও। অরুণ এবং দীপা পাল নামে ওই দম্পতিকে গুরুতর আহত অবস্থায় রানাঘাট মহকুমার হাসাপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরুণবাবু রানাঘাট আদালতে ল-ক্লার্কের কাজ করেন। তিনি প্রায় আড়াইশো বছরের পুরনো পৈত্রিক বাড়িতে থাকেন। ওই একই বাড়িতে তাঁর দুই ভাইও থাকেন। বাড়িটির হাল খারাপ হওয়ার জন্য দোতলায় কেউ থাকতেন না। এ দিন রাত দু’টো নাগাদ ছাদ ভেঙে পড়ার বিকট শব্দে ঘুম ভাঙে বাড়ির লোকজনের। তাঁরা ছুটে এসে দেখেন অরুণবাবুর ঘরের ছাদ ের চাঙড় খসে পড়েছে। ছাদের চাঙড় সরিয়ে তাঁরা অর্ণবের দেহ উদ্ধার করেন। পড়শি ও দমকল কর্মীদের তৎপরতায় বাকিদের উদ্ধার করা হয়। তারপর তড়িঘড়ি তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রানাঘাট শহরে বেশ কিছু পুরনো বাড়ি রয়েছে। সেগুলি ভেঙে ফেলার ব্যাপারে পুরসভার কোনও হোলদোল নেই। বাড়িগুলি দীর্ঘদিন ধরে কোনও সংস্কারও হয় না। পুরসভা তৎপর হলে এ ধরনের ঘটনা এড়ানো যেত।

রানাঘাটের বিদায়ী পুরপ্রধান তৃণমূলের পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, ‘‘বাড়িটি বহু পুরনো। সেটা ভেঙে ফেলার জন্য মৌখিক ভাবে নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু তা হয়নি। ফলে এই বিপত্তি। অন্য পুরনো বাড়িগুলো ভেঙে ফেলার জন্য দ্রুত পদক্ষেপ করা হবে।’’ রানাঘাটের মহকুমাশাসক রাজর্ষি মিত্র বলেন, ‘‘বাড়িটি এমনিতেই পুরনো। তারপর ভূমিকম্পে বাড়ির ছাদ নড়বড়ে হয়ে পড়েছিল। তাতেই এ দিন ছাদের একাংশ ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। বাড়ির বাকিটা দ্রুত ভেঙে ফেলা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE