Advertisement
২৪ অক্টোবর ২০২৪

বন্যা নিয়ন্ত্রণে কন্ট্রোলরুম

নদী বাঁধগুলির ওপর নজদারি চালাতে সর্বক্ষণের কন্ট্রোল রুম চালু করল সেচ দফতর। কান্দি মহকুমার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, দেওকি, কানাময়ূরাক্ষী, কুয়ে, দ্বারকা নদী।

কান্দি শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০১:০৭
Share: Save:

নদী বাঁধগুলির ওপর নজদারি চালাতে সর্বক্ষণের কন্ট্রোল রুম চালু করল সেচ দফতর। কান্দি মহকুমার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী, ব্রাহ্মণী, দেওকি, কানাময়ূরাক্ষী, কুয়ে, দ্বারকা নদী। বাঁধের অবস্থা কেমন বা কোথায় বৃষ্টির জলে বাঁধের কোনও ক্ষতি হয়েছে কিনা সে দিকে নজর রাখতে কন্ট্রোল রুম খুলেছে কান্দির সেচ দফতর। জুন মাসের প্রথম সপ্তাহে ওই কন্ট্রোলরুম খোলা হয়। চলবে সেপ্টম্বর মাস পর্যন্ত। দফতরের কর্মীদের পাশাপাশি নদী বাঁধের অবস্থার অবনতি ঘটলে স্থানীয় বাসিন্দারা ওই কন্ট্রোলরুমে খবর দিতে পারবেন। এর ফলে ক্ষতিগ্রস্থ বাঁধে দ্রুত সংস্কার করে এলাকার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে দাবি সেচ দফতরের। এ ছাড়াও এলাকার তিলপাড়া, বৈধরা জলাধার থেকে নদীগুলিতে কত পরিমাণ জল ছেড়েছে সেটাও জানা যাবে ওই কন্ট্রোলরুম থেকে। কান্দির মহকুমা সেচ আধিকারিক দীপক রক্ষিত বলেন, “কন্ট্রোলরুমের মাধ্যমে এলাকায় নদীবাঁধগুলির নজর রাখা সুবিধে হবে।”

অন্য বিষয়গুলি:

Control room flood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE