Advertisement
০৪ মে ২০২৪

ফের ভোট চেয়ে আর্জি দেবজ্যোতির

আগের আস্থাভোট বাতিল করে ফের ভোট নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন কান্দির নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়। সোমবার দেবজ্যোতি রায়ের আইনজীবী প্রতীপ চট্টোপাধ্যায় জানান, আর একটি মামলা দায়ের করেছেন। ১৯ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের কান্দি পুরসভায় আস্থাভোটের ৪৮ ঘণ্টা আগে তাঁকে অপহরণ করা হয়।

কান্দি শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০১:২৮
Share: Save:

আগের আস্থাভোট বাতিল করে indদেবজ্যোতি রায়। সোমবার দেবজ্যোতি রায়ের আইনজীবী প্রতীপ চট্টোপাধ্যায় জানান, আর একটি মামলা দায়ের করেছেন। ১৯ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের কান্দি পুরসভায় আস্থাভোটের ৪৮ ঘণ্টা আগে তাঁকে অপহরণ করা হয়। সেই কারণে ভোটাধিকার থাকা সত্ত্বেও তিনি ভোট দিতে পারেননি। তিনি ভোট দিতে চান। তাই আগের ভোট বাতিল করে ফের আস্থাভোট নেওয়ার নির্দেশ দিতে আদালতের কাছে আর্জি জানিয়েছেন তিনি। ১৮ আসনের কান্দি পুরসভায় কংগ্রেস ১৩টি আসন, তৃণমূল ৩টি আসন এবং বাম সমর্থিত নির্দল সদস্য হিসেবে দেবজ্যোতি ও তাঁর স্ত্রী সান্ত্বনা রায় জয়ী হয়েছিলেন। পরে ছ’জন কংগ্রেস কাউন্সিলর দলবদল করায় তৃণমূল কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় ৯। দুই নির্দলের সমর্থন নিয়ে একই শক্তি ছিল কংগ্রেসেরও। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। ভোটের দু’দিন আগে, ১৭ ফেব্রুয়ারি অপহরণ করা হয় দে‌বজ্যোতিকে। ১৯ ফেব্রুয়ারি ভোটে বোর্ড দখল করে তৃণমূল। ১৯ ফেব্রুয়ারি রাতে পুলিশ দেবজ্যোতিকে উদ্ধার করে। এ নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে তিনটি মামলা হয়েছে। প্রথম মামলাটি করেছেন কান্দির পদচ্যুত পুরপ্রধান অপূর্ব সরকার । ওই মামলাতেই পরে যুক্ত হয় সান্ত্বনা রায়ের নাম। অপহরণের পরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়েও মামলাও করেছেন সান্ত্বনা। এ দিন দেবজ্যোতির তরফে মামলাটি দায়ের হয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে। আগামী ৩ মার্চ এই মামলার শুনানি হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

re-poll KolkataHighCourt IndependentCouncilor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE