নাগরিক আবেগের ধুয়ো তুলে যে বারোয়ারি কর্মকর্তারা সাঙে বিসর্জনের জন্য জেদাজেদি করছিলেন, তাঁরা অবশেষে করোনাকালে পরিস্থিতির বাধ্যবাধকতা নেমে নিলেন। বড় কোনও অঘটন না ঘটলে আজ, মঙ্গলবার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে কোনও সাং বেরচ্ছে না। পুলিশ সূত্রের খবর, বড় সমস্ত বারোয়ারি জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের নির্দেশ মাথায় রেখে তারা বিসর্জনে কোনও শোভাযাত্রা করবে না। পুজো কমিটির মুষ্টিমেয় লোকজন চাকা লাগানো গাড়িতে প্রতিমা নিয়ে নিরঞ্জন ঘাটে যাবেন। তবে ছোটখাটো দু’একটি বারোয়ারি গোলমাল পাকানোর চেষ্টা করতে পারে বলে পুলিশের কাছে খবর রয়েছে। তাদের উপরে বিশেষ নজর রাখা হয়েছে।
রাজ্যের অন্য যে শহরে জগদ্ধাত্রী পুজোই প্রধান উৎসব এবং বিপুল আলোকসজ্জা সহকারে রাতভর বিসর্জনের শোভাযাত্রাই যাদের মূল আকর্ষণ, সেই চন্দননগর অনেক আগেই জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ বার সেখানে কোনও শোভাযাত্রা হবে না। কৃষ্ণনগরের প্রধান বারোয়ারিগুলিও প্রথমে সেই কথাই জানিয়েছিল। কিন্তু কালীপুজোয় নিষেধাজ্ঞা অমান্য করে হরিজনপল্লি বারোয়ারি তাদের ‘রানিমা’-কে সাঙে চাপিয়ে বার করার পরেই পরিস্থিতি পাল্টে যায়। পুলিশ যথাবিধি তাদের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু ওই ‘সাফল্যে’ উজ্জীবিত হয়ে নাগরিকদের একাংশ, যাদের অধিকাংশই অল্পবয়সি, সাঙের সপক্ষে সওয়াল করতে থাকেন। সেই ‘চাপে’ বারোয়ারি কর্মকর্তারাও আদালতের নির্দেশ এবং করোনাকালের ঝুঁকি শিকেয় তুলে সাং বার করার জন্য জেদাজেদি শুরু করেন। রবিবার সকালে এই নিয়ে প্রশাসনের ডাকা বৈঠক ভেস্তে দিয়ে বেরিয়েও যান তাঁরা।
কিন্তু রবিবার বিকেল থেকেই হাওয়া ঘুরে যেতে শুরু করে। পুলিশের তরফে বারোয়ারি কর্মকর্তাদের ডেকে আলাদা আলাদা করে কথা বলা হতে থাকে। সেখানে কড়া ভাবেই জানিয়ে দেওয়া হয়, আদালতের নির্দেশ অমান্য করলে কী ধরনের আইনি পদক্ষেপ করা হতে পারে। শাসক দলের জেলা নেতৃত্বও বিভিন্ন পুজো কমিটির মাথায় থাকা বড়-মেজো নেতাদের ‘বাড়াবাড়ি’ করতে নিষেধ করেন। এর পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। সন্ধের মধ্যেই একের পর এক বড় বারোয়ারি জানিয়ে দিতে শুরু করে, তারা এ বছর সাং বার করবে না। সোমবারও একই ভাবে বিভিন্ন বায়োয়ারির সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা। তাতে বাকি যে ক’টি বারোয়ারি নিজেদের অবস্থানে অনড় ছিল তারাও চাপের মুখে সাং বার না করার সিদ্ধান্ত নিতে কার্যত বাধ্য হয়।