Advertisement
০৫ মে ২০২৪

বিরোধীদের কটাক্ষ পার্থের

নদিয়ার তাহেরপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে সোমবার বিকেলে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিরোধীদের এক হাত নিলেন। তিনি বলেন, ‘‘এত সহজে বাংলার সরকার পরিবর্তন করা যাবে না। পিসি সরকার লোকসভা ভোটে লড়ে বুঝেছেন জাদুর মত দ্রুত আমাদের হঠানো যাবে না।’’

তাহেরপুরের সভায় পার্থ চট্টোপাধ্যায়। ছবি: সুদীপ ভট্টাচার্য।

তাহেরপুরের সভায় পার্থ চট্টোপাধ্যায়। ছবি: সুদীপ ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৫ ০১:৩৩
Share: Save:

নদিয়ার তাহেরপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে সোমবার বিকেলে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিরোধীদের এক হাত নিলেন। তিনি বলেন, ‘‘এত সহজে বাংলার সরকার পরিবর্তন করা যাবে না। পিসি সরকার লোকসভা ভোটে লড়ে বুঝেছেন জাদুর মত দ্রুত আমাদের হঠানো যাবে না।’’

রাজ্যে তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত এ কথা বলার পাশাপাশি পার্থবাবু সিপিএম-কংগ্রেস-বিজেপি সবদলকেই একই বন্ধনীতে ফেলে তীব্র আক্রমণ করেন।

সিপিএম-কে শাসক তো বটেও বিরোধী হিসেবেও ব্যর্থ দল হিসেবে উল্লেখ করে পার্থবাবু বলেন, ‘‘সূর্যকান্ত মিশ্র রাজ্যের মন্ত্রী হিসেবেই ডাহা ফেল করেছিলেন। আর তাঁকেই সিপিএম দলের সাধারণ সম্পাদক বানিয়েছে। এতেই বোঝা যাচ্ছে ওদের দলের হাল কতটা খারাপ।’’

সিপিএমের পাশাপাশি তিনি বিঁধেছেন বিজেপি’কে‌ও। নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রাকে কটাক্ষ করতে গিয়ে তিনি তাঁকে পরবাসী প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন। পার্থবাবু বলেন, ‘‘বিজেপি আগে এই বাংলায় কুঁড়ি ফোটাক। তারপর পদ্ম ফোটাবে।’’ জেলবন্দি সাংসদ কুণাল ঘোষ সারদা কেলেঙ্কারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে‌ একাধিকবার আক্রমণ করেছেন। সে প্রসঙ্গে পার্থ বলেন, ‘‘কুণাল নেত্রী সর্ম্পকে যা বলছেন, তা শতাব্দীর সেরা জোকস।’’ দিনকয়েক আগে কলকাতা পুরভোটে গুলিবিদ্ধ হন এক পুলিশকর্মী। তা নিয়ে নীচুতলার পুলিশকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। ফেসবুকে অনেকেই খোলাখুলি ক্ষোভের কথা উল্লেখও করেছেন। সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ বলেন, ‘‘ফেসবুকে প্রতিবাদ! ওটা ক’জন দেখেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE