Advertisement
০৩ মে ২০২৪

বহরমপুরে শুরু হচ্ছে নাট্য প্রশিক্ষণ শিবির

আর্থিক ও মানসিক ভাবে পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের নিয়ে এক নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল নাট্যসংস্থা ‘বহরমপুর গাঙচিল’। আজ, রবিবার শুরু হচ্ছে ওই কর্মশালা। চলবে প্রতি রবিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০০:২৬
Share: Save:

আর্থিক ও মানসিক ভাবে পিছিয়ে পড়া কিশোর-কিশোরীদের নিয়ে এক নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল নাট্যসংস্থা ‘বহরমপুর গাঙচিল’। আজ, রবিবার শুরু হচ্ছে ওই কর্মশালা। চলবে প্রতি রবিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত। বহরমপুর শহরের গোরাবাজার আইসিআই স্কুলে ৮ মাস ধরে ওই প্রশিক্ষণ চলবে। আর্থিক ও মানসিক ভাবে পিছিয়ে পড়া ১১ থেকে ১৭ বছরের কিশোর-কিশোরীরা ওই নাট্য প্রশিক্ষণ শিবিরে যোগ দেবে। সংস্থার সম্পাদক রাহুল দেবঘোষ বলেন, ‘‘প্রশিক্ষণ শেষে ওই কিশোর-কিশোরীরা ২ থেকে ৩টি নাটক মঞ্চস্থ করবে।’’

‘বহরমপুর গাঙচিল’-এর উদ্যোগে কিছু দিন আগেই এই শহরের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে নাটকের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেই কর্মশালার শেষে সদ্য প্রশিক্ষিত ছাত্রছাত্রীদের প্রযোজনা নিয়ে বহরমপুর রবীন্দ্রসদনে দু’দিনের নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। কিন্তু সে ক্ষেত্রে আর্থিক ও মানসিক ভাবে পিছিয়ে পড়া, বা লেখাপড়া না জানা ছেলেমেয়েদের বিষয়টি তালিকায় ছিল না। তবে সেই কর্মশালার ভিতরেই লুকিয়েছিল আজকের কর্মশালার বীজ। রাহুল দেবঘোষ বলেন, ‘‘বাছাই পর্ব শেষে মোট ৫০ জনকে নেওয়া হয়েছে। তারা স্কুল পড়ুয়া হতে পারে, নাও হতে পারে। তাদের বয়স ১১-১৭ বছর। তাদের দু’টো দলে ভাগ করা হয়েছে।’’

তিনি জানান, ‘‘বহরমপুর ছাড়াও তাদের নাট্যপ্রশিক্ষণ দেবেন কলকাতা, কল্যাণী, শান্তিপুর, ফরাক্কা ও কোচবিহারের বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা। শারীরিক কসরত, অভিনয় পোশাক, আলোর ব্যবহারের মতো বিষয়গুলি তাদের হাতেকলমে শেখানো হবে। এ ছাড়াও নাটকের ইতিহাস-সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তত্ত্ব ও তথ্যগত ক্লাসও
নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baharampur Theater santipur rabindraghar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE