Advertisement
E-Paper

পুর-ওয়ার্ড পুনর্বিন্যাসকে ঘিরে পুরভোটের দামামা

ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক টানাপড়েন শুরু হল ধুলিয়ানে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী পুর নির্বাচনে ধুলিয়ানের ১৯ টি ওয়ার্ড বাড়িয়ে করা হবে ২১ টি। সেই মতো রাজ্য নির্বাচন কমিশনের কাছে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা পেশ করেছে তৃণমূল শাসিত ধুলিয়ান পুরবোর্ড। সেই তালিকার বিরুদ্ধেই একযোগে ক্ষোভ উগরে দিয়েছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৪ ০২:০০

ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক টানাপড়েন শুরু হল ধুলিয়ানে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী পুর নির্বাচনে ধুলিয়ানের ১৯ টি ওয়ার্ড বাড়িয়ে করা হবে ২১ টি। সেই মতো রাজ্য নির্বাচন কমিশনের কাছে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা পেশ করেছে তৃণমূল শাসিত ধুলিয়ান পুরবোর্ড। সেই তালিকার বিরুদ্ধেই একযোগে ক্ষোভ উগরে দিয়েছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি। রাজ্য নির্বাচন কমিশন বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করলে তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বিরোধী নেতৃত্বের অনেকে।

বর্তমান ধুলিয়ান পুরসভার ১৯টি ওয়ার্ডে মোট ৬২ টি বুথ রয়েছে। ভোটারের সংখ্যা বাড়ায় রাজ্য নির্বাচন কমিশন তিনটি ওয়ার্ড বাড়ানোর কথা ঘোষণা করেছে। সেপ্টেম্বরে ধুলিয়ান পুরসভার কাছে কমিশনের তরফে যে নির্দেশিকা এসেছে তাতে বলা হয়েছে ‘পুরসভার বর্তমানের ওয়ার্ডগুলির অবলুপ্তি না ঘটিয়ে এবং নতুন কোনও এলাকা সংযোজিত না-করে’ নতুন খসড়া তালিকা তৈরি করার কথা।

কিন্তু বিরোধীদের অভিযোগ, পুরকর্তারা ১৯ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি তুলে দিয়ে ওই ওয়ার্ডের ৬১ ও ৬২ নম্বর বুথকে ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। সরকারি নির্দেশে বলা হয়েছে প্রতিটি ওয়ার্ডে ভোটার সংখ্যার মধ্যে বিরাট ফারাক রাখা যাবে না। কিন্তু খসড়া বিন্যাসে ৫, ৮, ১৪ নম্বর ওয়াডে ৪টি করে বুথ রেখে দেওয়া হয়েছে। সেগুলিতে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০০ করে। আবার ৩টি বুথ নিয়ে গঠিত হলেও ২১ নম্বর ওয়ার্ডে নতুন বিন্যাসে ভোটার হয়েছে ৩৩১১। একইসঙ্গে বহু ওয়ার্ডেই ভোটারের সংখ্যা রাখা হয়েছে ১৭০০ থেকে ১৮০০। তৃণমূল এই ওয়ার্ড বিন্যাস করছে নিজেদের সুবিধার জন্য।

১২ নভেম্বর প্রশাসনের তরফে সর্বদল বৈঠকে সিপিএম, কংগ্রেস ও বিজেপি-সহ আরও কিছু দলের নেতৃত্ব পুরসভার ওই খসড়া পুনর্বিন্যাস তালিকার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সকলেই তাদের যুক্তি-সহ একটি করে পৃথক তালিকা জমা দেয়।

ধুলিয়ান শহর কংগ্রেসের সভাপতি কাশীনাথ রায় বলেন, “আমরা এই নতুন খসড়ার বিরোধিতা করেছি। নতুন প্রস্তাবও দিয়েছি। সে প্রস্তাব অগ্রাহ্য হলে হাইকোর্টের দ্বারস্থ হব। আসলে এখন যাঁরা তৃণমূলের পুরপ্রতিনিধি, তাঁরা কংগ্রেসের টিকিটে জিতে দলত্যাগ করে তৃণমূলে গেছেন। তাই আর জিততে পারবেন না জেনেই এসব করছেন ওঁরা।”

বিজেপি এই ওয়ার্ড পুনর্বিন্যাসকে ইস্যু করে এখন থেকেই পথে নামার প্রস্তুতি নিচ্ছে। ২১ ডিসেম্বর ধুলিয়ানে রাজ্য সভাপতি রাহুল সিংহের জনসভা করার কথা। তা জানিয়ে দলের মুর্শিদাবাদ উত্তর জেলার সভাপতি ষষ্ঠীচরণ ঘোষ বলেন, “কারও সঙ্গে আলোচনা না করে একতরফা ওয়ার্ড সাজিয়েছে তৃণমূল। যাতে ওদের নেতাদের ভোটে জিততে সুবিধে হয়। সকলের সঙ্গে বসে আলোচনা করে ওয়ার্ডের বিন্যাস না হলে কর্মীদের নিয়ে আন্দোলনে নামব।” অনেকে আবার মনে করছেন, বিরোধীরা হাইকোর্টে যাক সেটাই চাইছে তৃণমূল। তাতে ধুলিয়ানে পুরনির্বাচন বন্ধ হয়ে যাবে এবং বকলমে ক্ষমতায় থাকতে তৃণমূল নেতাদের সুবিধা হবে।

ধুলিয়ান পুরসভার উপপুরপ্রধান দিলীপ সরকার অবশ্য বলেন, “যা করা হয়েছে তা কমিশনের নির্দেশ মেনেই। পুরসভার পাঠানো সুপারিশ যদি আইন বিরোধী হয় তবে তারা তা খারিজ করে দেবেন। আমরা মানুষকে নিয়ে চলেছি, তাই পুনর্বিন্যাস নিয়ে মাথা ঘামাই না।”

তৃণমূলের সামশেরগঞ্জ ব্লকের সভাপতি কওসার আলিও বলেন, “পুর-প্রতিনিধিদের সভায় আলোচনা করে ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে তাই পাঠানো হয়েছে। তখন কেন চুপ করে ছিলেন সিপিএম কাউন্সিলররা। তাছাড়া কংগ্রেস থেকে যে প্রস্তাব জমা দেওয়া হয়েছে সেখানেও প্রায় ৭টা ওয়ার্ডের বিন্যাস করা হয়েছে ৩ হাজার ভোটার নিয়ে। তাই তারা পথে নামলে তৃণমূলও নিশ্চয় ঘরের মধ্যে বসে থাকবে না।”

সিপিএমের প্রাক্তন পুরপ্রধান সুন্দর ঘোষ বলেন, “পুরসভা ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে কবেই বা মিটিং ডাকলেন, কবেই বা রেজুলেশন নিলেন? এরকম কোনও সভা হয়েছে বলে শুনিনি। অন্তত সেখানে আমাদের ডাকা হয়নি। তাই কমিশনের নির্দেশিকা না মেনে ভারসাম্যহীন ওয়ার্ড পুনর্বিন্যাস হয়েছে তাদের ইচ্ছে মতো। নির্বাচন কমিশন রাজনৈতিক চাপে পড়ে যদি সেটাই চাপিয়ে দেয় তখন পথে নামব।”

municipal elections ward restructure dhulian municipal ward
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy