Advertisement
১৫ জুন ২০২৪

সংস্কৃতি যেখানে যেমন...

আয়নার মুখোমুখি লেখক নিজেই। বিশিষ্ট গীতিকার সৈকত কুণ্ডুর উপন্যাস ‘আয়না’ সম্প্রতি প্রকাশ করেছে প্রতিভাস। শনিবার সেই উপন্যাস নিয়ে সরাসরি পাঠকের মুখোমুখি হলেন লেখক নিজেই।

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০০:০৬
Share: Save:

আয়নার মুখোমুখি

আয়নার মুখোমুখি লেখক নিজেই। বিশিষ্ট গীতিকার সৈকত কুণ্ডুর উপন্যাস ‘আয়না’ সম্প্রতি প্রকাশ করেছে প্রতিভাস। শনিবার সেই উপন্যাস নিয়ে সরাসরি পাঠকের মুখোমুখি হলেন লেখক নিজেই। কৃষ্ণনগর পুরসভার দ্বিজেন্দ্র মঞ্চে ‘আয়নার মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ‘মুক্তধারা’ নামক এক সংস্থা। সেখানে উপন্যাসের বিভিন্ন অংশ পড়ে শোনানো হয়। তারপরে লেখক মুখোমুখি হন পাঠকের। নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের প্রাককথনে ছিলেন সাহিত্যিক সুধীর চক্রবর্তী।

সাংস্কৃতিক অনুষ্ঠান

চাকদহের রঞ্জনপল্লি বটতলায় শনিবার ‘মিলন সেতু’ সাহিত্য পত্রিকার উদ্যোগে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসে আঁকো, আবৃত্তি, নৃত্য তিনটি বিভাগে শতাধিক প্রতিযোগী যোগ দেয়। এ দিন গুণীজনদের সংবর্ধনাও দেওয়া হয়। কবিতা পাঠের আসরের আয়োজন ছিল। অভিরূপ মিত্রের সঙ্গীত, দেবশ্রী দাস মুখোপাধ্যায়, অর্পিতা রায়, পত্রিকা মণ্ডল, কাজল ভট্টাচার্য, নৌসাদ আলির কবিতা পাঠ সকলের মন ছুঁয়ে যায়। কবি রুহুল আমিন হক মণ্ডল, শর্মিষ্ঠা হিরা, মিহির মিত্র, কুমুদরঞ্জন দাস, সাংস্কৃতিক সংগঠক পশুপতি অধিকারী, পত্রিকার সম্পাদক প্রফুল্লকুমার বালা-সহ অন্যেরা উপস্থিত ছিলেন।

সাহিত্য সভা

কান্দির কবিতা ক্লাস সাহিত্য আড্ডার আয়োজনে রবিবার এক সাহিত্য সভার আয়োজন করা হয়। ছাতিনাকান্দি আনন্দ মার্গ প্রাথমিক বিদ্যালয়ে ওই অনুষ্ঠানটি হয়। সভায় ওই সংস্থার অনুপ্রাস পত্রিকার ভোজ ও ভোজন সংখ্যা প্রকাশিত হয়। সবায় স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও গান হয়।

রাখি উৎসব

রাখি উৎসব পালন করল বহরমপুর নটরাজ নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র সংস্থা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ গাড়িতে চড়ে বহরমপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের, বহরমপুর থানার পুলিশ ও সরকারি বিভিন্ন দফতরের কর্মীদের পাশাপাশি পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেয় সংগঠনের শিল্পীরা। নাচও পরিবেশিত হয়।

সাংস্কৃতিক সন্ধ্যা

১৬ অগস্ট সন্ধ্যায় বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সংহতি ভবনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজোন করল ‘নৃত্যায়ন’। সংস্থার কলাকুশলীরা ‘বর্ষামঙ্গল’ ও ‘চিত্রাঙ্গদা’ মঞ্চস্থ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE