Advertisement
১০ মে ২০২৪

মামলার আশঙ্কায় কি নিখোঁজ নিশীথ?

মঙ্গলবার রাতে তাঁর এক অনুগামীর ফোনের মাধ্যমে নিশীথবাবুর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনিও ওই একই আশঙ্কার কথা জানান। তাঁর দাবি, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগদানের পরে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা হয়।

নিশীথ প্রামাণিক। নিজস্ব চিত্র।

নিশীথ প্রামাণিক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৬:৫১
Share: Save:

বিজেপিতে যোগ দিয়ে উধাও নিশীথ প্রামাণিক। তাঁর মোবাইল সুইচড অফ। কোথায় আছেন, তা নিয়ে কারও কাছে স্পষ্ট কোনও তথ্য নেই। বিজেপি নেতৃত্বও তা নিয়ে কোনও কিছু স্পষ্ট করে বলছেন না। বিজেপির অন্দরের অবশ্য খবর, এক সময়ের যুব তৃণমূলের দাপুটে নেতা ছিলেন নিশীথবাবু। পরে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। বিজেপিতে যোগ দিয়ে তিনি কোচবিহারে ফিরলে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হতে পারে, সে কারণেই তিনি জেলায় ফিরছেন না। লোকসভা নির্বাচন ঘোষণা হলেই তিনি জেলায় ফিরবেন। তৃণমূলের দাবি, খুনের মামলা সহ নানা অভিযোগ রয়েছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। সে কারণেই তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন।

মঙ্গলবার রাতে তাঁর এক অনুগামীর ফোনের মাধ্যমে নিশীথবাবুর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনিও ওই একই আশঙ্কার কথা জানান। তাঁর দাবি, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগদানের পরে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা হয়। তিনি বলেন, “মিথ্যে মামলা আমার নামে দেওয়া হতে পারে, সে আশঙ্কা আমার রয়েছে। এ ছাড়া আমার কলকাতায় কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। সব সেরেই জেলায় ফিরব।” তাঁর মোবাইল ফোন বর্তমানে খারাপ রয়েছে। সময় মতোই তা চালু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। বিজেপির কোচবিহার জেলার সভানেত্রী মালতী রাভা বলেন, “নিশীথবাবুর সঙ্গে আমার দলের যোগদানের সময় যোগাযোগ হয়। তিনি ব্যক্তিগত কাজে হয়তো বাইরে রয়েছেন। নির্বাচন ঘোষণা হলেই ফিরবেন। আর তৃণমূল আমাদের কর্মী-নেতাদের নামে সব জায়গায় মিথ্যে মামলা করছে।” তৃণমূলের কোচবিহার জেলার সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ অবশ্য বিজেপির দাবিকে নস্যাৎ করে দেন। তিনি বলেন, “যারা খারাপ কাজ করছেন, তাঁদের নামে মামলা এমনিতেই রয়েছে। মিথ্যে মামলা কেউ কেন দিতে যাবে।”

দলীয় সূত্রের খবর, নিশীথবাবুর বাড়ি দিনহাটার দিনহাটা-১ নম্বর ব্লকের ভেটাগুড়িতে। ওই ব্লকেই তাঁর অনুগামীর সংখ্যা সব থেকে বেশি। গত পঞ্চায়েত নির্বাচনে ওই ব্লকে যুব তৃণমূলের সমর্থনে একাধিক নির্দল প্রার্থী দাঁড়ায়। এদের পিছনে ছিলেন মূলত নিশীথবাবুই। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে প্রচার করে ঘাসফুলের প্রার্থীদের বহু জায়গায় হারিয়ে দেয় নির্দল প্রার্থীরা। সেই নির্দলদের একটি অংশ নিশীথবাবুর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি। ওই ব্লকের গীতালদহে এক তৃণমূল কর্মী খুনের ঘটনাতে অভিযুক্তদের তালিকায় নাম ছিল নিশীথবাবুর। তৃণমূলের অবশ্য দাবি, আরও একাধিক গণ্ডগোলের ঘটনার মামলায় নিশীথবাবুর নাম রয়েছে। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে নানা অপরাধমূলক কাজের মামলাও রয়েছে। তাঁর সম্পত্তি নিয়েও নানা অভিযোগ রয়েছে।

যদিও নিশীথবাবু জানিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে একটি খুনের মামলায় আমার নাম জড়ানো হয়। সেই মামলায় জামিনে রয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP Nishith Pramanik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE