Advertisement
০৮ মে ২০২৪

ম্যালেরিয়া মোকাবিলা নিয়ে বৈঠক

ম্যালেরিয়া মোকাবিলা নিয়ে বৈঠক করল জেলার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর৷ মঙ্গলবার জলপাইগুড়ি সদর হাসপাতালে এই বৈঠকে জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বিভিন্ন মহকুমা ও ব্লকের স্বাস্থ্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন৷ প্রতি বছরই জলপাইগুড়ি জেলায় প্রচুর মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হন৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ০৯:৪৬
Share: Save:

ম্যালেরিয়া মোকাবিলা নিয়ে বৈঠক করল জেলার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর৷ মঙ্গলবার জলপাইগুড়ি সদর হাসপাতালে এই বৈঠকে জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বিভিন্ন মহকুমা ও ব্লকের স্বাস্থ্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন৷

প্রতি বছরই জলপাইগুড়ি জেলায় প্রচুর মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হন৷ স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ বছর এখনও পর্যন্ত জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ষোলো জন৷ এই মুহূর্তে এক বিএসএফ কর্মী ও ক্রান্তির বাসিন্দা এক ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি৷ তবে জেলা স্বাস্থ্য দফরের কর্তারা জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা ওই দুজনই এই মুহূর্তে খানিকটা ভাল রয়েছেন৷ তবে ম্যালেরিয়া যাতে না ছড়ায় সে জন্য সময় থাকতেই আগাম সতর্ক হতে চাইছে প্রশাসন।

জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছেন, এই সময়টাতেই জেলায় ম্যালেরিয়ার প্রবণতা বাড়ে৷ গত কয়েক বছরে প্রতি বর্ষার সময়েই ম্যালেরিয়া ও এনসেফ্যালাইটিসে বহু মানুষের প্রাণহানিও ঘটেছে। এই পরিস্থিতিতে জেলার সর্বত্রই যাতে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা ম্যালেরিয়া নিয়ে সতর্ক থাকেন তাই এ দিনের এই বৈঠক করা হয়েছে বলে দফতর সূত্রে খবর৷ জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছেন, “ম্যালেরিয়া মোকাবিলায় কী কী করতে হবে মূলত তা নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়েছে৷” স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কারো জ্বর হলেই যেন দ্রুত রক্ত পরীক্ষা করানো হয় সে ব্যাপারে জেলার বিভিন্ন এলাকার স্বাস্থ্য আধিকারিকদের এ দিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Malaria jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE