শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসের নতুন ‘এলএইচবি’ কামরা নিয়ে তৃণমূল ও বিজেপির টানাপড়েন শুরু হয়েছে।
ওই নতুন কামরা নিয়ে তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপককুমার ভট্টাচার্য বলেন, ‘‘আমরা উন্নয়নের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দেশ জুড়ে রেলের প্রচুর উন্নয়ন করেন। উত্তরবঙ্গ এক্সপ্রেস সে সময়েই চালু হয়েছিল। তা ছাড়াও সেই সময় একাধিক নতুন ট্রেনের পরিষেবা চালু হয়। তার পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার পুরনো আইসিএফ কামরা পরিবর্তন করতে পারেনি। ভোট চলাকালীন উত্তরবঙ্গ এক্সপ্রেসে নতুন এলএইচবি কামরা দিয়ে রাজনীতি করছে।’’
বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার দেশের যোগাযোগ ব্যবস্থা পরিকাঠামোর আরও উন্নয়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপি ভোট দেখে উন্নয়ন করে না। যখন, যেখানে, যা প্রয়োজন, সে অনুযায়ী কাজ করে।’’ তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কী করেছেন, আর এখন বিজেপি সরকার কী করছে তা সবাই দেখছেন।’’ সুকুমার আরও বলেন, ‘‘যাত্রীদের কথা মাথায় রেখে রেল দফতর ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি দিনহাটা স্টেশনকেও অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে এসেছে। তৃণমূলের নেতা-মন্ত্রীরা সে সব দেখতে পারেন না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)