Advertisement
১৯ মে ২০২৪

ব্যাঙ্কে কিছু মিলল, এটিএমে অনটন

রবিবার বন্ধ ছিল। সোমবার সকালেই ব্যাঙ্ক, ডাকঘর খুলতেই তাই গ্রাহকদের ভিড় উপচে পড়ে। তাতে দুর্ভোগ শুরু হয়। কোথাও টাকা না পেয়ে গ্রাহকেরা রাস্তা অবরোধ করেছেন।

সোমবার শিলিগুড়ির ঘুঘুমারিতে একটি ব্যাঙ্কের সামনে গ্রাহকদের লম্বা লাইন।—বিশ্বরূপ বসাক

সোমবার শিলিগুড়ির ঘুঘুমারিতে একটি ব্যাঙ্কের সামনে গ্রাহকদের লম্বা লাইন।—বিশ্বরূপ বসাক

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০১:৪৩
Share: Save:

রবিবার বন্ধ ছিল। সোমবার সকালেই ব্যাঙ্ক, ডাকঘর খুলতেই তাই গ্রাহকদের ভিড় উপচে পড়ে। তাতে দুর্ভোগ শুরু হয়। কোথাও টাকা না পেয়ে গ্রাহকেরা রাস্তা অবরোধ করেছেন। কোথাও লিঙ্ক ফেল হওয়ায় দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে গ্রাহকদের ফিরে আসতে হয়েছে। ছ’ঘণ্টারও বেশি সময় খালি পেটে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধার ডোয়ারডাবরি এলাকার এক বৃদ্ধা। গীতা পাটোয়ারি নামে ওই বৃদ্ধাকে চ্যাংরাবান্ধা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

শিলিগুড়ির এনজেপি এলাকায় একটি ব্যাঙ্কের এটিএমে টাকা না-থাকায় বাসিন্দারা নেতাজি মোড়ে অবরোধ করেন। চেকে তাঁদের টাকা দিলে তা ভাঙাতে সমস্যায় পড়তে হবে বলে নেতাজি মোড়েই কিছু ক্ষণ অবরোধ করেন এনজেপি’র ট্রাক চালক, খালাসিদের একাংশ। বীরপাড়ায় ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে লাইনে দাঁড়ালেও টাকা না থাকায় পুরনো বাস স্ট্যান্ডে ভুটান যাওয়ার সড়ক অবরোধ হয়। ঘণ্টাখানেক পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ টাকার ব্যবস্থা করলে অবরোধ ওঠে। শিলিগুড়ির হিলকার্ট রোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লিঙ্ক ফেলের জেরে কাজ বন্ধ হলে গ্রাহকরা ব্যাঙ্কের দরজায় ধাক্কা মেরে হইচই শুরু করেন। লিঙ্ক ঠিক হলে লেনদেন শুরু হয়। বর্ধমান রোড়ের একটি ব্যাঙ্কে লাইনে গ্রাহকদের টোকেন দেওয়া নিয়েও গোলমাল বাঁধে। গেট বন্ধ করে ধীরে ধীরে গ্রাহকদের ঢোকানো হয়।

কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, মালদহ সর্বত্রই ব্যাঙ্ক এবং এটিএমগুলিতে গ্রাহকদের লম্বা লাইন পড়ে। বিভিন্ন এলাকায় অধিকাংশ এটিএম বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। মালদহের লিড ব্যাঙ্ক ম্যানেজার রবীন্দ্রনাথ শর্মা জানান, টাকার যোগান কম থাকাতেই এটিএমগুলি বেশি খোলা যায়নি। জলপাইগুড়িতে সরকারি কর্মীদের অনেকের অভিযোগ, এদিনও তাঁরা বেতনের পুরো টাকা তুলতে পারেননি। কোচবিহারেরও একই ছবি। কোচবিহারের লিড ব্যাঙ্ক ম্যানেজার সঞ্জয় কুমার বলেন, “গ্রামীণ এলাকার সমস্যার কথা সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে।”

গ্রাহকদের চাপে রায়গঞ্জ সুপারমার্কেটের এক মাস ধরে বন্ধ থাকা একটি এটিএম চালু হলেও আধ ঘন্টা পরেই ফের অকেজো হয়ে যায়। দুপুর পর্যন্ত রায়গঞ্জের সুদর্শনপুর, শিলিগুড়ি মোড়, সুপারমার্কেট-সহ বিভিন্ন এলাকার অধিকাংশ এটিএম ও ই-কর্নারে টাকা ছিল না। ইসলামপুরে থানা সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় বেলা ৩টে নাগাদ গেট কয়েক মিনিটের জন্য খুলে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। গুঞ্জরিয়া এলাকাতে ব্যাঙ্কের লাইনে দাঁড়ানো নিয়ে গোলমাল হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATM Moneyless
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE