Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ফিরল ক্ষোভ, ঝরল রক্ত, দিনভর চাপানউতোরে তাতল ভোটের পারদ

কিল, ঢিলে চড়ল তাপ

আরএসপি-র জেলা সম্পাদক সুনীল বণিকও অভিযোগ করেন, ‘‘পুলিশ ও প্রশাসনের ভূমিকা একেবারেই উদাসীন৷’’ আরএসপি নেতা নির্মল দাস মনোনয়ন জমা দিতে না পারা প্রার্থীরা যাতে নির্বাচনে লড়তে তার ব্যবস্থার দাবি করেন৷

রক্ত: কালচিনিতে মার খেলেন এক বিজেপির কর্মী। নিজস্ব চিত্র

রক্ত: কালচিনিতে মার খেলেন এক বিজেপির কর্মী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১১:১০
Share: Save:

কোথাও নেতার গাড়িতে পড়ল ঢিল৷ কোথাও মাথা ফাটল কর্মীর৷ কোথাও আবার খেতে হল কিল-চড়৷ আদালতের নির্দেশে মনোনয়নপত্র জমা দেওয়ার অতিরিক্ত দিনে এ ভাবেই উত্তপ্ত থাকল আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকা৷ সোমবার মনোনয়ন জমা দিতে যাওয়া প্রার্থীদের অনেককেই দফায় দফায় বাধা ও হামলার মুখে পড়তে হয় বলে অভিযোগ বিরোধীদের৷ যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন শাসকদলের নেতারা৷ প্রশাসনেরও দাবি, এ দিন মনোনয়ন জমা শান্তিপূর্ণ ভাবেই হয়েছে৷

তৃণমূলের সন্ত্রাসের জন্য এ বারের পঞ্চায়েত নির্বাচনে কমিশনের পূর্ব ঘোষিত দিনে অনেক আসনেই তারা মনোনয়ন জমা দিতে পারেননি বলে অভিযোগ তুলেছিলেন বিরোধীরা৷ আদালতের নির্দেশের পর ওই আসনগুলিতে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে খানিকটা হলেও আশার আলো দেখতে পান তাঁরা৷ কিন্তু বিরোধীদের অভিযোগ, এ দিন সকাল থেকেই আলিপুরদুয়ারের বিডিও অফিসগুলোর ঢোকার মুখটা কার্যত দখল করে রেখেছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা৷ শুধু তাই নয়, বিভিন্ন রাস্তা দিয়ে বিডিও অফিসে যাওয়ার মুখেও শাসকদলের নেতা-কর্মীদের পাহারা ছিল বলে অভিযোগ তাদের৷ কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকারের অভিযোগ, ‘‘বিডিও অফিসে যাওয়ার আগে রাস্তার মোড়ে মোড়ে গাড়ি-টোটোতে তল্লাশি চালিয়েছে শাসকদলের নেতা-কর্মীরা৷ কারও কাছে মনোনয়নের কাগজ দেখলেই ছিনিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছে তারা৷’’ তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।

কিন্তু বিরোধীদের অভিযোগ, মনোনয়ন জমা দিতে এ দিন তাঁদের সব থেকে বেশি বাধার মুখে পড়তে হয়েছে আলিপুরদুয়ার ১, কালচিনি ও মাদারিহাট ব্লকে৷ কালচিনি বিডিও অফিসে ঢোকার মুখে পাথর ছুড়ে বিজেপি নেতা অতুল সুব্বার গাড়ির কাচ ভাঙা হয় বলে অভিযোগ৷ অতুলবাবুর অভিযোগ, ‘‘মনোনয়ন জমা দেওয়ার সময় বিডিও অফিসগুলোয় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকাটাই স্বাভাবিক৷ কিন্তু এখানে তো দেখলাম পুলিশ বিডিও অফিসের ভিতরে৷ আর বাইরে যেন ত্রিস্তরীয় বাধার মুখে পড়তে হচ্ছে আমাদের৷ পুলিশের সামনেই আমার গাড়িতে ভাঙচুর চালান হয়৷ আমাদের দু’কর্মীর মাথাও ফাটিয়ে দেওয়া হয়৷’’

কালচিনিতে সিপিএমের এক নেতারও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ মাদারিহাটেও তাদের দলের এক কর্মী পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ সিপিএম নেতাদের৷

মনোনয়ন জমা দিতে গিয়ে দলীয় নেতা-কর্মীদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে কালচিনি থানায় বিক্ষোভ দেখায় বিজেপি৷ পাশাপাশি আলিপুরদুয়ার ১ ব্লকে মনোনয়ন জমা দিতে না পারা প্রার্থীদের নিয়ে বিজেপি নেতারা প্রথমে মহকুমা শাসকের দফতরে ও তারপর ডুয়ার্সকন্যার সামনে ধর্নায় বসেন৷ বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে না পেরে ডুয়ার্সকন্যায় মনোনয়ন জমা দিতে চলে আসেন বিজেপির মাদারিহাটের পাঁচ প্রার্থী৷ এলাকার বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার অভিযোগ, টোটোপাড়া এলাকার দলের এক প্রার্থীকে বিডিও অফিসের ভিতর থেকে বাইরে বের করে দিয়েছে শাসকদলের নেতা-কর্মীরা৷ দুপুরে বিরোধী দলের নেতারা আলাদা আলাদা ভাবে জেলাশাসকের সঙ্গে দেখা করেন৷

শাসকদলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা৷ বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার অভিযোগ, ‘‘এ দিন পুলিশ ও প্রশাসনের কোনও ভূমিকাই আমাদের চোখে পড়েনি৷’’

আরএসপি-র জেলা সম্পাদক সুনীল বণিকও অভিযোগ করেন, ‘‘পুলিশ ও প্রশাসনের ভূমিকা একেবারেই উদাসীন৷’’ আরএসপি নেতা নির্মল দাস মনোনয়ন জমা দিতে না পারা প্রার্থীরা যাতে নির্বাচনে লড়তে তার ব্যবস্থার দাবি করেন৷

শাসকদলের নেতারা অবশ্য বিরোধীদের অভিযোগ মানতে চাননি৷ তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মা বলেন, ‘‘যেখানে যেখানে বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি সেখানেই সন্ত্রাসের অভিযোগ তুলেছে৷ যেখানে প্রার্থী পেয়েছে সেখানে ভাল ভাবেই মনোনয়ন জমা দিয়েছে তারা৷’’ আলিপুরদুয়ারের মহকুমাশাসক সমীরণ মণ্ডল বলেন, ‘‘মনোনয়ন সুষ্ঠু ভাবেই হয়েছে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE