Advertisement
০২ এপ্রিল ২০২৩
Alipurduar

বক্সা ব্যাঘ্রপ্রকল্পে শুরু বন দফতরের পাখি চেনার উৎসব

প্রধান মুখ্য বনপাল জানান, গত বছর প্রয়াত পাখি বিশারদ কুশল মুখোপাধ্যায় এই উৎসবের গোড়া থেকেই যুক্ত ছিলেন। তাঁর অভাব এ বার অনুভব করছেন তাঁরা।

পাখি উৎসবে অংশগ্রহণকারীরা— নিজস্ব চিত্র।

পাখি উৎসবে অংশগ্রহণকারীরা— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ২৩:২৫
Share: Save:

এ এক অন্য উৎসব। রাজ্য বন দফতর আয়োজিত পাখি দেখা আর পাখি চেনার উৎসব। বুধবার থেকে বক্সা ব্যাঘ্রপ্রকল্পের জঙ্গলে শুরু হল রাজ্যের একমাত্র সরকারি পাখি উৎসব। চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। আনুষ্ঠানিক ভাবে পাখি উৎসবের সূচনা করেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল ( বন্যপ্রাণ) বিনোদকুমার যাদব।

Advertisement

করোনা অতিমারির আবহেও এ বছর বার্ড ফেস্টিবেলে ৩৫ জন অংশগ্রহণ করেছেন। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, ‘‘এ বছর বক্সার জঙ্গলে পাঁচটি নতুন রুট তৈরি করা হয়েছে। সেই নতুন রুটে পাখিপ্রেমীরা সকাল থেকে পাখি পর্যবেক্ষণ করবেন। বক্সাতে প্রতি বছর পাখি উৎসবে অনেক পাখিপ্রেমী ও পাখী বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। তবে এ বছর করোনার কারণে অংশগ্রহণকারীর সংখ‍্যা কম।’’

বিনোদকুমার বলেন, ‘‘ভারতবর্ষে ১৩০০ প্রজাতিরও বেশি পাখি পাওয়া যায়। রাজ্যে পাওয়া যায় ৮৫০ প্রজাতির। আর তার মধ্য শুধু বক্সা টাইগার রিজার্ভে সন্ধান মেলে ৫৪০ টি প্রজাতির। আর এই বার্ড ফেস্টিভ্যালে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পাখিপ্রেমী, পাখি বিশারদ, এনজিও এবং আধিকারিক অংশগ্রহণ করেছেন। মানুষের মধ্যে পাখি সম্পর্কে ভালোবাসা বাড়াতে এবং পাখি সংরক্ষণে যাতে অংশগ্রহণ আরও বাড়ে তার জন্য বড় করে আগামীতে এই কর্মসূচি আয়োজনের চিন্তাভাবনা রয়েছে রাজ্য বন দফতরের।’’ তিনি জানান, গত বছর প্রয়াত পাখি বিশারদ কুশল মুখোপাধ্যায় এই উৎসবের গোড়া থেকেই যুক্ত ছিলেন। তাঁর অভাব এ বার অনুভব করছেন পাখিপ্রেমী এবং বন দফতরের আধিকারিকেরা।

পাখি বিশেষজ্ঞ তথা হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর কর্ণধার অনুমেষ বসু বলেন, ‘‘বক্সার জঙ্গলে বহু প্রজাতির পাখি রয়েছে। এটা পাখিদের স্বর্গরাজ্য। বক্সার জঙ্গলে ইতিমধ্যেই ৫১৬ টি প্রজাতির পাখির অস্তিত্ব মিলেছে। প্রতি বছরই নতুন কিছু প্রজাতির পাখির অস্তিত্ব মেলে। এ বার সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি।’’

Advertisement

কলকাতার পাখি পর্যবেক্ষকদের সংগঠন প্রকৃতি সংসদের কর্ণধার, পাখি বিশারদ অপূর্ব চক্রবর্তী বলেন, ‘‘এই পাখি উৎসবের সঙ্গে গত চার বছর ধরে আমার যোগাযোগ। আগামী তিনদিন এখানে আরও করেকটি নতুন প্রজাতির পাখি পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।’’ তিনি জানান, করোনা আবহেও এ বার রাজ্যের বাইরে থেকে ৩ জন ক্যাম্পে যোগ দিয়েছেন। বক্সার পরে ফেব্রুয়ারিতে এ বার প্রথম শুরু হচ্ছে মহানন্দা বার্ড ফেস্টিভ্যাল। ২১, ২২ এবং ২৩ ফেব্রুয়ারি মহানন্দা অভয়ারণ্যে হবে এই পাখি উৎসব।

বক্সা ব্যাঘ্রপ্রকল্প কর্তৃপক্ষ সূত্রের খবর, ২০১৭ সালে শুরু হয়েছিল এই পাখি উৎসব। পাখি দেখা পাখি চেনার পাশাপাশি কী কী পাখি দেখা হল, তার ‘চেক লিস্ট’ (তালিকা) তৈরি করেন বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। বক্সা পাখি উৎসবের এ বার পঞ্চম বর্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.