Advertisement
০২ জুন ২০২৪

নাট্য উৎকর্ষ কেন্দ্র ঘিরে জোর বিতর্ক

শনিবার শহর লাগোয়া চকবাখর এলাকায় উত্তরবঙ্গ নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।

মঞ্চ: রাজ্যে প্রথম ব্ল্যাকবক্স মঞ্চ। বালুরঘাটের উত্তরবঙ্গ নাট্য উৎকর্ষ কেন্দ্রে। নিজস্ব চিত্র

মঞ্চ: রাজ্যে প্রথম ব্ল্যাকবক্স মঞ্চ। বালুরঘাটের উত্তরবঙ্গ নাট্য উৎকর্ষ কেন্দ্রে। নিজস্ব চিত্র

অনুপরতন মোহান্ত
বালুরঘাট শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ০৭:১৮
Share: Save:

দীর্ঘ অপেক্ষার পর স্থায়ী নাট্যচর্চা কেন্দ্র পেল বালুরঘাট। শনিবার শহর লাগোয়া চকবাখর এলাকায় উত্তরবঙ্গ নাট্য উৎকর্ষ কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। তবে এই উদ্বোধনে স্থানীয় কোনও নাট্যব্যক্তিত্ব ও নাট্য সংস্থাকে আমন্ত্রণ না জানানোয় শহর জুড়ে বিতর্ক উঠেছে।

এ দিন উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী নিজেই জানিয়েছেন, এই কেন্দ্রটির নামকরণ করেছিলেন বালুরঘাটের বাসিন্দা প্রখ্যাত নাট্যকার ও পরিচালক হরিমাধব মুখোপাধ্যায়। স্থানীয় নাট্যমোদীদের অভিযোগ, তাঁকেও আমন্ত্রণ করা হয়নি। প্রশ্ন উঠেছে, বালুরঘাটের মতো নাট্যসংস্কৃতির শহরে কেন ব্রাত্য রাখা হল এই জগতের মানুষদের। সরকারি টাকায় কাদের জন্য এই উৎকর্ষ কেন্দ্র তৈরি হল? এই প্রশ্ন তুলেছে শহরের একাধিক নাট্য সংস্থাও। নিন্দা করেছেন অনেক নাট্যব্যক্তিত্বই। তবে শহরে এ নিয়ে যে বিতর্ক হতে পারে তা আগেই আঁচ করে বিষয়টি সহজ করতে উদ্বোধনী মঞ্চে মন্ত্রী এ দিন হরিমাধববাবুর নাম না করে বলেন, ‘‘প্রথমে এই কেন্দ্রটির নাম ভাবা হয়েছিল উত্তরবঙ্গ নাট্যচর্চা কেন্দ্র। শহরের একজন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাট্য উৎকর্ষ নামটি দিয়েছেন। সেইসময় আমি ওঁর বাড়িতে গিয়েছিলাম।’’ তবে আমন্ত্রণ না পাওয়া নিয়ে হরিমাধববাবুর প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করেননি।

তবে এ দিনের অনুষ্ঠান ঘিরে চরম অব্যবস্থার অভিযোগ উঠেছে। উদ্বোধনের নির্ধারিত সময় দুপুর ১২টায় স্থানীয় সাংসদ অর্পিতা ঘোষকে নিয়ে হাজির হন গৌতম। অনুষ্ঠানস্থল ফাঁকা দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি। জেলা প্রশাসনের আধিকারিকদের খোঁজ করেন তিনি। এমনকি, ফিতে কাটতে গিয়ে ফুলের থালার খোঁজও করতে হয় মন্ত্রীকে। বক্তব্য রাখতে গিয়ে দর্শকাসন ফাঁকা দেখে হতাশা চেপে রাখেননি তিনি। মন্ত্রী বলতে বাধ্য হন, ‘‘প্রস্তুতি ঠিকমতো নেই।’’ শেষের দিকে প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা হাজির হন। গৌতম তখন বলেন, ‘‘বাচ্চুর দফতরের অনুষ্ঠান। অথচ উনিই দেরি করে এলেন।’’ তারও পরে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সহসভাপতি তথা তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র। সরকারি সূত্রের খবর, এই কেন্দ্রটি তৈরি করতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে প্রায় ১৩ কোটি টাকা খরচ হয়েছে। ডাঙ্গা পঞ্চায়েতের চকবাখর মৌজায় প্রায় দু’একর জমির উপর ২০১২ সাল থেকে ভবনটির কাজ শুরু হয়।

কাছে-দূরে: পাশাপাশি বসেও মুখ ফিরিয়েই বিপ্লব-অর্পিতা। —নিজস্ব চিত্র

তবে এই উদ্বোধনে নাট্যজগতের কাউকে না ডাকা প্রসঙ্গে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার রাতে তিনি বিষয়টি জেনেছেন। ফলে অল্প সময়ের মধ্যে নাট্যদলগুলিকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। হরিমাধববাবুকেও ফোন করা হয়নি বলে তিনি স্বীকার করেন। সাংসদ অর্পিতা বলেন, ‘‘যে কোনও সময়ে লোকসভা নির্বাচনের নির্দেশিকা জারি হতে পারে। তাই তড়িঘড়ি কেন্দ্রটির উদ্বোধন করতে হল। সেইজন্যই নাট্যদলগুলিকে আমন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে উদ্বোধন হয়ে গেল। এখানে নাট্যদলগুলি অনুশীলন করতে পারবে।’’ পাশাপাশি, আগামী অগস্ট নাগাদ শহরের প্রত্যেকটি নাটকের দলকে নিয়ে এই কেন্দ্রে নাট্যোৎসব করবেন বলে ঘোষণা করেন গৌতমও। তিনি নিজেও তখন উপস্থিত থাকবেন বলে মন্ত্রী জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Controversy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE