Advertisement
০৮ মে ২০২৪

ফোনে ডাক মোহনকে, শুরু বিতর্ক

২০১৫ সালের ৭ মে-র রাতে বিধ্বংসী আগুনে দিনবাজারের টিনসেড পুড়ে ছাই হয়ে যায়৷ বেকার হয়ে পড়েন ১১৭ জন ব্যবসায়ী৷

শিলান্যাস: জলপাইগুড়িতে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। নিজস্ব চিত্র

শিলান্যাস: জলপাইগুড়িতে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৭ ০২:০১
Share: Save:

দিন বাজারের আগুনে পুড়ে যাওয়া অংশে মার্কেট কমপ্লেক্স তৈরির শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক দানা বাঁধল জলপাইগুড়িতে৷ অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উপস্থিত হওয়ার পরে ফোন করে আমন্ত্রণ জানানো হল জলপাইগুড়ির পুরপ্রধানকে৷ ফোন পেয়ে পুরপ্রধান অনুষ্ঠানে গেলেও সেখানে যাননি শাসকদলের স্থানীয় কাউন্সিলার৷ দর্শকাসনে ভিড় না থাকার জন্যও অনুষ্ঠান দেরিতে শুরু করতে হয়৷ নিজের বক্তব্য রাখার সময় মন্ত্রী অবশ্য গোটা পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে নেন৷

২০১৫ সালের ৭ মে-র রাতে বিধ্বংসী আগুনে দিনবাজারের টিনসেড পুড়ে ছাই হয়ে যায়৷ বেকার হয়ে পড়েন ১১৭ জন ব্যবসায়ী৷ গত ১০ এপ্রিল উত্তরকন্যায় পুরসভার কর্তাদের সঙ্গে বৈঠক করে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কর্তারা দিনবাজারের পুড়ে যাওয়া অংশে মার্কেট কমপ্লেক্স গড়ার ব্যাপারে ম্যাকিনটস বার্নের সঙ্গে একটি চুক্তি করেন৷ স্থানীয় একটি ঠিকাদারি সংস্থা আবার ম্যাকিনটোস বার্নের থেকে এই কাজের বরাত নেয়৷

১৪ জুলাই কমপ্লেক্স গড়ার কাজে আনুষ্ঠানিক সূচনা হয়। বৃহস্পতিবার ছিল সরকারি ভাবে কাজের শিলান্যাস৷ বিকাল সাড়ে চারটেয় অনুষ্ঠান শুরুর কথা ছিল৷ ওই সময়ই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেখানে উপস্থিত হন৷ কিন্তু তখনও দর্শকাসন প্রায় ফাঁকা৷ অনুষ্ঠানে পৌঁছে মন্ত্রী জানতে পারেন, জলপাইগুড়ির পুরপ্রধানকে সেখানে আমন্ত্রণই জানান হয়নি৷ এরপর তার নির্দেশেই তড়িঘড়ি ফোনে চেয়ারম্যানকে অনুষ্ঠানে আসতে অনুরোধ করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের এক শীর্ষ কর্তা৷ তখন অনুষ্ঠানের সঞ্চালক ব্যবসায়ীদের কাছে অনুষ্ঠানে আসার জন্য মাইকে অনুরোধ করেই চলছেন৷ প্রায় মিনিট কুড়ি পর সেখানে পৌঁছন চেয়ারম্যান৷ দর্শকাসনে ভিড় না হওয়ায় অনুষ্ঠান শুরু করতে তারপরও প্রায় দশ মিনিট অপেক্ষা করা হয়৷ গোটা সময়টা মঞ্চেই বসে থাকেন মন্ত্রী৷

চেয়ারম্যান মোহন বসু বলেন, ‘‘অনুষ্ঠানটির কোনও খবর ছিল না৷ বিকেলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের এক কর্তার ফোনে অনুষ্ঠানের কথা জানতে পারি৷ তারপর অনুষ্ঠানে আসি৷’’ তবে চেয়ারম্যান যোগ দিলেও, স্থানীয় তৃণমূল কাউন্সিলার নিপু সাহা অবশ্য জাননি৷ তিনিও জানান, আমন্ত্রণ তো দূরের কথা, দিনবাজারে এ দিন যে একটি অনুষ্ঠান হচ্ছে, সেটাই তাঁকে কেউ জানায়নি৷

মন্ত্রী অবশ্য সকলের কাছে ক্ষমা চেয়ে নেন৷ তিনি বলেন, ‘‘অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল শুক্রবার৷ কিন্তু ওই দিন কন্যাশ্রী দিবসের একটি অনুষ্ঠান থাকায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি এক দিন এগিয়ে আনা হয়৷ তাড়াহুড়োয় কিছু সমস্যা হয়৷’’

মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত দোকানের ব্যবসায়ীদের পুনর্বাসনকেই প্রাধান্য দেওয়া হবে৷ আর্থিক ভাবে পিছিয়ে থাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দিকটিও বিবেচনা করা হচ্ছে৷ রবীন্দ্রনাথবাবু জানান, তিস্তা নদীর কাছে বালাপাড়ায় খুব শীঘ্রই একটি পাইকারি বাজার গড়বে তাঁর দফতর৷ জলপাইগুড়ি জেলায় বেশ কিছু রাস্তা, সেতু ও সৌন্দর্যায়নের কাজও তারা বর্যার পর শুরু করবেন বলে জানান মন্ত্রী৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE