কোনও করোনা রোগীর মরণাপন্ন অবস্থা হলেই তাঁকে তপসিখাতার কোভিড হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কোচবিহারের একটি নার্সিংহোমের বিরুদ্ধে খোদ স্বাস্থ্য দফতরে নালিশ জানালেন আলিপুরদুয়ার জেলার স্বাস্থ্য কর্তারা।
গত দেড় মাসে এমন আটটি ঘটনার উল্লেখ করে ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের তরফে কোচবিহার জেলা স্বাস্থ্য দফতরে চিঠিও পাঠানো হয়েছে। আলিপুরদুয়ারের স্বাস্থ্যকর্তাদের অভিযোগ, মরণাপন্ন রোগীদের এ ভাবে পাঠিয়ে দেওয়ার ফলে তপসিখাতার হাসপাতালে একদিকে যেমন সিসিইউয়ে তাঁদের জায়গা দিতে সমস্যা হচ্ছে, তেমনি ওই রোগীদের বাঁচাতে সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের। সেইসঙ্গে সরকারি হিসেবে তপসিখাতার হাসপাতালে বেড়ে যাচ্ছে মৃত্যুর সংখ্যাও।
সরকারি ব্যবস্থায় আলিপুরদুয়ারে মূলত তপসিখাতার কোভিড হাসপাতালেই করোনা রোগীদের চিকিৎসা করা হয়।