Advertisement
১৮ মে ২০২৪

শিক্ষকদের মানোন্নয়নে শুরু কোর্স

রাজ্য শিক্ষা দফতর ও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের যৌথ উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার ২৫টি হাইস্কুলে চালু হল প্রাথমিক বিভাগে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের মানোন্নয়ন পাঠক্রম কোর্স। সোমবার দুপুরে রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে আনুষ্ঠানিক ভাবে একযোগে সব ক’টি স্কুলে ওই কোর্স চালু করেন জেলা বিদ্যালয় পরিদর্শক নারায়ণ সরকার ও সংসদ নিয়ন্ত্রিত কোর্সের প্রকল্প আধিকারিক চম্পক বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৫ ০২:২৪
Share: Save:

রাজ্য শিক্ষা দফতর ও রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের যৌথ উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার ২৫টি হাইস্কুলে চালু হল প্রাথমিক বিভাগে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের মানোন্নয়ন পাঠক্রম কোর্স। সোমবার দুপুরে রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে আনুষ্ঠানিক ভাবে একযোগে সব ক’টি স্কুলে ওই কোর্স চালু করেন জেলা বিদ্যালয় পরিদর্শক নারায়ণ সরকার ও সংসদ নিয়ন্ত্রিত কোর্সের প্রকল্প আধিকারিক চম্পক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন বিদ্যাচক্র স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত, রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক অমল মিত্র-সহ জেলার বিভিন্ন হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

চম্পকবাবু জানান, ২০০৯ সালে শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক স্কুল ও শিশু শিক্ষা কেন্দ্রে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক করা হয়েছে। জেলার ন’টি ব্লকের বিভিন্ন প্রাথমিক স্কুল ও শিশুশিক্ষা কেন্দ্রে কর্মরত প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক-শিক্ষিকার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নেই। কিছু শিক্ষক মাধ্যমিক পাশের যোগ্যতায় চাকরি করছেন। তিনি বলেন, ‘‘রাজ্য শিক্ষা দফতর ও সংসদের যৌথ উদ্যোগে শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক স্তরের সাড়ে তিন হাজার শিক্ষক-শিক্ষিকাকে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় পৌঁছে দিতেই জেলার ২৬টি হাইস্কুলে মানোন্নয়ন কোর্স চালু করা হল।’’

জেলা বিদ্যালয় পরিদর্শক নারায়ণবাবু জানান, প্রতি শনিবার দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ও রবিবার বেলা ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রাথমিক বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন সংশ্লিষ্ট হাইস্কুলগুলির শিক্ষক-শিক্ষিকারা। প্রাথমিক স্কুল ও শিশুশিক্ষা কেন্দ্রের যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ৫০ শতাংশের কম নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ওই কোর্সে এক বছর প্রশিক্ষণ দিয়ে পরীক্ষা নিয়ে শংসাপত্র দেওয়া হবে। আর যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা মাধ্যমিক পাশের যোগ্যতায় চাকরি করছেন, তাঁদের ওই কোর্সে দু’বছর প্রশিক্ষণ দিয়ে পরীক্ষা নেওয়ার পর উচ্চমাধ্যমিক পাশের সংশাপত্র দেওয়া হবে। ইতিমধ্যেই জেলার ন’টি ব্লকের প্রাথমিক স্কুল ও শিশুশিক্ষা কেন্দ্রের সাড়ে তিন হাজার শিক্ষক-শিক্ষিকা অনলাইনের মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে ওই কোর্সে ভর্তি হয়েছেন। নারায়ণবাবুর দাবি, ঠিক মতো এই কোর্সে প্রশিক্ষণ নিলে আবেদনকারী শিক্ষক-শিক্ষিকাদের ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা অর্জন করতে কোনও সমস্যাই হবে না।

শিক্ষা দফতর সূত্রের খবর, চোপড়া ব্লকের চোপড়া হাইস্কুল, চোপড়া গার্লস হাইস্কুল, গোয়ালপোখর-১ ব্লকের সোলপাড়া হাইস্কুল, কীচকতলা হাইস্কুল, নন্দঝাড় হাইস্কুল, গোয়ালপোখর-২ ব্লকের পাঞ্জিপাড়া এলাহিবক্স হাইস্কুল, চাকুলিয়া হাইস্কুল, হেমতাবাদ ব্লকের শাসন হাইস্কুল, বাহারাইল হাইস্কুল, ইসলামপুর ব্লকের ইসলামপুর হাইস্কুল, শ্রীকৃষ্ণপুর হাইস্কুল, ভদ্রকালী হাইস্কুল, খবরগাঁও রহটপুর হাইমাদ্রাসা, ইটাহার ব্লকের ইটাহার হাইস্কুল, ইটাহার গার্লস হাইস্কুল, শিবরামপুর হাইস্কুল, কালিয়াগঞ্জ ব্লকের পার্বতীসুন্দরী হাইস্কুল, কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুল, করণদিঘি ব্লকের পালসা হাইস্কুল, তিতপুকুর হাইস্কুল, মাদারগাছি হাইস্কুল, রায়গঞ্জ ব্লকের তাহেরপুর হাইস্কুল, রামপুর হাইস্কুল, শীতগ্রাম হাইস্কুল ও সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে এ দিন থেকে ওই কোর্স চালু হল। পাশাপাশি, এ দিন থেকে বিদ্যাচক্র স্কুলে সংসদের অধীনে সাধারনদের জন্য মাধ্যমিক পাঠক্রমও চালু হয়। স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎবাবু বলেন, ‘‘যাঁরা নানা কারণে মাধ্যমিক পাশ করতে পারেননি, তাঁরা এখন থেকে এই পাঠক্রমের মাধ্যমে কম খরচে খুব সহজেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE