Advertisement
০৯ মে ২০২৪

ফব সমর্থক খুনে যাবজ্জীবন সিপিএম সমর্থকের

ফরওয়ার্ড ব্লক কর্মী খুনের ঘটনায় এক সিপিএম সমর্থককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। মঙ্গলবার দিনহাটার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিমলকান্তি বেরা ওই রায় দেন। দেড় দশক আগে ১৯৯৯ সালের ১২ জানুয়ারি দিনহাটার হোকাদহ গ্রামের বাসিন্দা ফরওয়ার্ড ব্লক কর্মী নিবারণ সরকার নিজের বাড়ির শোওয়ার ঘরে খুন হন।

নিজস্ব সংবাদদাতা
দিনহাটা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৫ ০২:২০
Share: Save:

ফরওয়ার্ড ব্লক কর্মী খুনের ঘটনায় এক সিপিএম সমর্থককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। মঙ্গলবার দিনহাটার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিমলকান্তি বেরা ওই রায় দেন।

দেড় দশক আগে ১৯৯৯ সালের ১২ জানুয়ারি দিনহাটার হোকাদহ গ্রামের বাসিন্দা ফরওয়ার্ড ব্লক কর্মী নিবারণ সরকার নিজের বাড়ির শোওয়ার ঘরে খুন হন। বামেদের শরিকি দ্বন্দ্বেই এই খুন হয় বলে অভিযোগ। সিঁদ কেটে ওই খুনের ঘটনার পরে নিহতের স্ত্রী দীপিকা সরকার এলাকায় সিপিএম সমর্থক বলে পরিচিত প্রদীপ বর্মন-সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ওই মামলায় এ দিন প্রদীপ বর্মনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। নিহত প্রদীপবাবুর দাদা দিনহাটা ফরওয়ার্ড ব্লক জোনাল সম্পাদক রুহিদাস সরকার বলেন, “প্রদীপ এলাকায় ফরওয়ার্ড ব্লকের কট্টর কর্মী ছিল। ওর জন্য অন্য দলের সংগঠন বাড়ানোর সমস্যা হচ্ছিল। তাই সিঁদ কেটে ভাইকে খুন করা হয়। সাজাপ্রাপ্ত এলাকায় সিপিএম সমর্থক বলে পরিচিত।” সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তারাপদ বর্মন অবশ্য বলেন, “সাজাপ্রাপ্ত প্রদীপ বর্মনের সঙ্গে দলের কোনও সম্পর্ক ছিল বলে আমার জানা নেই।”

মোট সাত জনের নাম প্রাথমিক অভিযুক্তদের তালিকায় ছিল। তাঁদের মধ্যে বিচার চলার সময়েই এক জনের মৃত্যু হয়েছে। দু’জন ফেরার রয়েছেন। তিন জনকে আদালত মুক্তি দিয়েছে। তবে গোটা ঘটনায় পুরভোটের মুখে বাম শিবিরের অস্বস্তি বেড়েছে বলে দাবি বিরোধীদের একাংশের।

ধৃত ছাত্রী। যে যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক, তার বোনকে সব্জি কাটার ছুরি দিয়ে জখম করে পুলিশের হাতে ধরা পড়ল দশম শ্রেণির এক ছাত্রী। জখম ওই বধূকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে বানারহাট থানার গয়েরকাটায় এই ঘটনা ঘটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE